মুকুল কান্তি দাশ,চকরিয়া :: কক্সবাজারের চকরিয়ায় মসজিদের ইমাম নিখোঁজের ২৪ঘন্টা পার হলেও উদ্ধার হয়নি।
বৃহস্পতিবার উপজেলার ডুলাহাজারা উলুবুনিয়া বায়তুন নুর জামে মসজিদের ইমাম মৌলানা মো. তারেক হোসেন (২৫) আছরের নামাজ পড়িয়ে বের হওয়ার পর থেকে তার খোঁজ পাওয়া যাচ্ছেনা।
মৌলানা তারেক পশ্চিম বড় ভেওলা ইউনিয়নের দরবেশ কাটা গ্রামের নুর আহমদের ছেলে। নিখোঁজ হওয়ার ২৪ ঘন্টা পার হলেও উদ্ধার না হওয়ায় তার পরিবারে চলছে উদ্ধেগ উৎকণ্ঠা।
তবে, তার মোবাইল থেকে বড় বোনের কাছে অপহরণের একটি ক্ষুদে বার্তা দিলেও কারা কি কারণে অপহরণ করেছে তার বিস্তারিত জানা যায়নি। তার মোবাইলও বন্ধ রয়েছে।
এ ব্যাপারে তার ছোট ভাই নজরুল ইসলাম বাদী হয়ে চকরিয়া থানায় একটি সাধারণ ডায়েরী (নং ৩৮৮/২০) রুজু করেছেন।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাকের মোহাম্মদ যুবায়ের বলেন, সাধারণ ডায়েরী রুজুর পর নিখোঁজ ব্যক্তির সন্ধান পেতে মোবাইল ট্র্যাকিংয়ের মাধ্যমে অবস্থান সনাক্তে পুলিশের একাধিক টিম কাজ করছে। বিভিন্ন স্থানে অভিযানও পরিচালনা করা হয়েছে।
Posted ৬:৪৬ অপরাহ্ণ | শুক্রবার, ০৯ অক্টোবর ২০২০
coxbangla.com | Chanchal Chy