এম.জিয়াবুল হক,চকরিয়া :: কক্সবাজারের চকরিয়া উপজেলার মালুমঘাট এলাকায় নোহা-মিনি পিকআপ মুখোমুখি সংঘর্ষে কমবেশি ৮ জন আহত হয়েছে। তাদেরকে স্থানীয় মালুমঘাট খ্রিষ্টান হাসপাতালে ভর্তি করা হয়েছে।
১১ নভেম্বর (বুধবার) দুপুর আড়াইটার কক্সবাজার -চট্টগ্রাম মহাসড়কের মালুমঘাট স্টেশনের অদুরে ঘটে এ দুর্ঘটনা।
আহতদের মধ্যে উপজেলার খুটাখালী ইউনিয়নের মাইজপাড়ার মৃত কবির আহমদের ছেলে সোহেল উদ্দীন(৩৩), একই এলাকার আবদু শুক্কুরের ছেলে রাশেল(১৬)। তারা দুইজনই মিনি পিকআপে ছিলেন। নোহার যাত্রীদের তাৎক্ষনিক পরিচয় পাওয়া যায়নি।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে মালুমঘাট হাইওয়ে পুলিশ জানায়, চকরিয়ামুখী মালামাল ভর্তি মিনি পিকআপ (চট্টমেট্রো ন ১১-৮৪৪৬) এবং কক্সবাজারমুখী নোহা (চট্টমেট্রো চ ৫১-০৯৮৯) মুখোমুখি সংঘর্ষ হলে উভয় গাড়ির কমবেশি ৮ জন আহত হয়েছে।
তাদেরকে উদ্ধার করে মালুমঘাট খ্রিষ্টান হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং গাড়ি দু’টি হাইওয়ে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে।
মালুমঘাট হাইওয়ে পুলিশের ওসি মো.মোরশেদুল আলম চৌধুরী বলেন, আহতদের চিকিৎসা দেয়া হচ্ছে। গাড়ি দু’টি ফাঁড়ির হেফাজতে নেয়া হয়েছে।
Posted ১২:১১ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২০
coxbangla.com | Chanchal Chy