মুকুল কান্তি দাশ,চকরিয়া(২২ ডিসেম্বর) :: চকরিয়া-পেকুয়ার মানুষ দীর্ঘ ৪৩ বছর নৌকার বিজয় দেখিনি। তাই এলাকায় কাঙ্খিত উন্নয়ন হয়নি। এবার আমাদের সামনে সে সুযোগ এসেছে। তাই সবাইকে নৌকাকে বিজয় নিশ্চিত করতে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। এবার বিজয় নিয়েই আমরা ঘরে ফিরবো।
২২ ডিসেম্বর শনিবার সকালে কক্সবাজারের চকরিয়া পৌরসভার ৫নং ওয়ার্ডে আওয়ামীলীগ তথা নৌকার নির্বাচনী কার্যালয় উদ্ধোধনকালে এসব কথা বলেন চকরিয়া পৌরসভার মেয়র মো.আলমগীর চৌধুরী।
এসময় তিনি নেতা-কর্মীদের উদ্দ্যেশে বলেন, আগুন সন্ত্রাস করে কোন লাভ হবেনা।
সাধারণ মানুষকে ভয়ভীতি দেখিয়ে কোন লাভ নেই। সারাদেশের মতো এই এলাকাতেও নৌকার জোয়ার উঠেছে। আগামী ৩০ ডিসেম্বর সকল বাঁধাকে জয় করে মহাজোট মনোনীত প্রার্থী জাফর আলমকে নৌকায় ভোট দিয়ে এই আসন পুনরুদ্ধার করবো।
চকরিয়া পৌরসভা ৫নং ওয়ার্ডের নির্বাচনী কার্যালয় উদ্ধোধনী অনুষ্টানে সাথে ছিলেন ওয়ার্ডেও বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা।
Posted ৬:৪১ অপরাহ্ণ | শনিবার, ২২ ডিসেম্বর ২০১৮
coxbangla.com | Chanchal Chy