মুকুল কান্তি দাশ,চকরিয়া :: কক্সবাজারের চকরিয়া থানা পুলিশ অভিযান চালিয়ে চারজন পলাতক আসামীকে গ্রেপ্তার করেছে।
বুধবার(১৯ জানুয়ারি) ভোর রাতে উপজেলার বিভিন্ন এলাকা থেকে চকরিয়া থানা পুলিশের পৃথক টিম অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করেন।
গ্রেপ্তারকৃতরা হলেন- চকরিয়া উপজেলার বদরখালী ইউনিয়নের ৫নং ওয়ার্ডের লম্বাখালী এলাকার মৃত সামশুল আলমের ছেলে জাহাঙ্গীর আলম ও একই এলাকার মৃত দলিলুর রহমানের ছেলে আব্দুর রহিম, চকরিয়া পৌরসভার ৬নং ওয়ার্ডের কাহারিয়াঘোনার খলিলুর রহমানের ছেলে বেলাল উদ্দিন ও হায়দার আলী।
চকরিয়া থানার অপারেশন অফিসার রাজিব সরকার (এসআই) বলেন, দীর্ঘদিন ধরে ধৃত আসামীরা পলাতক ছিলেন।
গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাত ১২টা থেকে ভোররাত পর্যন্ত পুলিশের পৃথক টিম অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করতে সক্ষম হন।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ওসমান গণি বলেন, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে বিভিন্ন মামলা রয়েছে। তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
Posted ৬:১৫ অপরাহ্ণ | বুধবার, ১৯ জানুয়ারি ২০২২
coxbangla.com | Chanchal Chy