মুকুল কান্তি দাশ,চকরিয়া:: আসন্ন পৌরসভা নির্বাচনকে ঘিরে চকরিয়ায় আওয়ামীলীগের প্রার্থী বাছাই প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। এ উপলক্ষ্যে চকরিয়া উপজেলা আওয়ামীলীগ ও পৌরসভা আওয়ামীলীগ আলাদাভাবে বর্ধিত সভাও করেছে। এতে চকরিয়া উপজেলা আওয়ামীলীগের পক্ষ থেকে তিন জনের নাম এবং পৌরসভা আওয়ামীলীগের পক্ষ থেকে পাঁচ জনের নাম প্রস্তাব করেছে নেতা-কর্মীরা। এসব প্রস্তাবের আলোকে বাছাইকৃত পাঁচজন মেয়র প্রার্থীর নাম জেলা আওয়ামীলীগ ও কেন্দ্রীয় আওয়ামীলীগের কার্যালয়ে পাঠানো হয়েছে।
মঙ্গলবার ৮ ডিসেম্বর বিকেলে পৌরশহরের সিস্টেম প্লাজার হলরুমে চকরিয়া পৌরসভার মেয়র প্রার্থী বাছাইয়ের জন্য উপজেলা আওয়ামীলীগের উদ্যাগে এক বর্ধিত সভা অনুষ্টিত হয়। চকরিয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও চকরিয়া-পেকুয়ার সাংসদ আলহাজ্ব জাফর আলমের সভাপতিত্বে ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান আলহাজ্ব গিয়াস উদ্দিন চৌধুরীর সঞ্চালনায় এই বর্ধিত সভা অনুষ্টিত হয়।
সভায় নেতা-কর্মীদের বিভিন্ন বক্ত্যবের মাধ্যমে আসন্ন চকরিয়া পৌরসভার মেয়র প্রার্থী হিসেবে তিনজনের নাম প্রস্তাব করেছে। এরা হলেন-চকরিয়া উপজেলা আওয়ামীলীগের যুগ্ন-সম্পাদক ও বর্তমান মেয়র মো.আলমগীর চৌধুরী, চকরিয়া উপজেলা আওয়ামীলীগের যুগ্ন-সম্পাদক জামাল উদ্দিন জয়নাল ও চকরিয়া পৌরসভা আওয়ামীলীগের সভাপতি জাহেদুল ইসলাম লিটু।
চকরিয়া উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান আলহাজ্ব গিয়াস উদ্দিন চৌধুরী বলেন, মঙ্গলবার বিকেলে আসন্ন চকরিয়া পৌরসভার মেয়র প্রার্থী বাছাইয়ের জন্য এক বর্ধিত সভা অনুষ্টিত হয়। এতে উপজেলা আওয়ামীলীগের নেতা-কর্মীদের মতামতের ভিত্তিতে তিনজনের নাম বাছাই করা হয়েছে। এই তিন প্রার্থীর নাম কক্সবাজার জেলা আওয়ামীলীগ ও কেন্দ্রীয় আওয়ামীলীগের কার্যালয়ে পাঠানো হয়েছে।
অপরদিকে, গত ৬ ডিসেম্বর রবিবার পৌরশহরের একটি অভিজাত রেস্টুরেন্টে চকরিয়া পৌরসভা আওয়ামীলীগের আয়োজনে মেয়র প্রার্থী বাছাইয়ের জন্য এক বর্ধিত সভা অনুষ্টিত হয়। চকরিয়া পৌরসভার আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদ সদস্য জাহেদুল ইসলাম লিটুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আতিক উদ্দিন চৌধুরী সঞ্চালনায় অনুষ্টিত বর্ধিত সভায় নেতা-কর্মীদের মতামতের ভিত্তিতে পৌরসভার পক্ষ থেকে পাঁচজনের নাম প্রস্তাব করা হয়।
এরা হলেন- চকরিয়া পৌরসভার বর্তমান মেয়র ও উপজেলা আওয়ামীলীগের যুগ্ন-সম্পাদক মো.আলমগীর চৌধুরী, চকরিয়া পৌরসভা আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদ সদস্য জাহেদুল ইসলাম লিটু, উপজেলা আওয়ামীলীগের যুগ্ন-সম্পাদক জামাল উদ্দিন জয়নাল, চকরিয়া পৌরসভার আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আতিক উদ্দিন চৌধুরী ও চকরিয়া পৌরসভা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি ওয়ালিদ মিল্টন।
আসন্ন চকরিয়া পৌরসভা নির্বাচনের তফসিল প্রথম ও দ্বিতীয় ধাপে ঘোষনা করা না হলেও তৃতীয় ধাপে অর্থাৎ ২০২১ সালের ফেরুয়ারী মাসে নির্বাচন অনুষ্টিত হওয়ার সম্ভাবনা রয়েছে।
Posted ২:২২ অপরাহ্ণ | বুধবার, ০৯ ডিসেম্বর ২০২০
coxbangla.com | Chanchal Chy