মুকুল কান্তি দাশ,চকরিয়া :: চকরিয়ায় ডাক্তার শম্ভু দে’র দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে দিনব্যাপী ফ্রি চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে।
মঙ্গলবার (২১জুন) সকাল ৮টা থেকে চকরিয়া পৌরশহরের ওশান সিটি মার্কেটের দ্বিতীয় তলায় প্রয়াত ডাক্তার শম্ভু দে’র চেম্বারে এই ফ্রি চিকিৎসা সেবা কার্যক্রম অনুষ্টিত হয়।
ফ্রি চিকিৎসা সেবার উদ্ধোধন করেন চকরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ফজলুল করিম সাঈদী। ফ্রি চিকিৎসা সেবায় চিকিৎসা প্রদান করেন ডা.সুজন ত্রিপুরা ও ডা.কাজী মো.কেফায়েত উল্লাহ। এই ফ্রি চিকিৎসা সেবায় রোগিদের এক্স-রে, ফ্লাস্টারসহ সবধরনের সামগ্রী বিনামূল্যে প্রদান করা হয়।
এসময় সাথে ছিলেন- চকরিয়া পুজা উদযাপন পরিষদের সাবেক সাধারণ সম্পাদক ডাক্তার তেজেন্দ্র লাল দে, পুজা উদযাপন পরিষদের সভাপতি তপন কান্তি দাশ, চকরিয়া উপজেলা সেচ্ছাসেবকলীগের সভাপতি শওকত হোসেন, প্রয়াত ডাক্তার শম্ভু দে’র সহধর্মীনি শিক্ষিকা রুপালী দে, বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ চকরিয়া উপজেলার সাধারণ সম্পাদক মুকুল কান্তি দাশ, চকরিয়া কেন্দ্রীয় হরি মন্দিরের অর্থ সম্পাদক সুজিত দাশ, চকরিয়া জুয়েলারী সমিতির সাধারণ সম্পাদক নারায়ন কান্তি দাশ, জুয়েলারী সমিতির সাবেক সাংগঠনিক সম্পাদক নেপাল দে, প্রয়াত ডাক্তার শম্ভু দে’র ভাইপো উজ্জল দে শিমুল, প্রয়াত ডাক্তার শম্ভু দে’র শ্যালক সরোজ দে, প্রয়াতের বড় ছেলে দিপন দে তুষার ও ছোট ছেলে শিপন তানসেন দে প্রমুখ।
প্রয়াত ডাক্তার শম্ভু দে’র সহধর্মীনি শিক্ষিকা রুপালী দে বলেন, আমার স্বামী এই অঞ্চলের একজন স্বনামধন্য চিকিৎসক ছিলেন। বিশেষ করে হাঁড়ভাঙ্গার চিকিৎসার জন্য আমার স্বামী খুব প্রসিদ্ধ ছিলেন। তিনি যতদিন বেঁচে ছিলেন মানবকল্যাণে কাজ করে গেছেন।
তিনি আরও বলেন, তিনি জীবদ্দশায় মানুষের জন্য সে সেবা করে গেছেন তার স্মৃতির প্রতি সম্মান রেখে ফ্রি চিকিৎসা সেবা পালন করে যাচ্ছি। আমার পরিবারের পক্ষ থেকে প্রতিবছর এই চিকিৎসা সেবা কার্যক্রম অভ্যাহত থাকবে বলেও জানান তিনি।
চকরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ফজলুল করিম সাঈদী বলেন, ডাক্তার শম্ভু দে যখন চিকিৎসা শুরু করেছেন তখন এই অঞ্চলে হাঁড়ভাঙ্গা রোগের ডাক্তার ছিলোনা। তিনিই একমাত্র ভরসাস্থল ছিলেন। তিনি একজন পল্লী চিকিৎসক হয়ে দক্ষিণ চট্টগ্রামে যে খ্যাতি অর্জন করেছেন তা খুব প্রসংশনীয়।
তিনি আরও বলেন, প্রয়াত ডাক্তার শম্ভ দে’র মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার পরিবার ফ্রি চিকিৎসা সেবার যে উদ্যাগ গ্রহণ করেছেন তা সত্যিই প্রশংসার দাবি রাখে। তারা যেন প্রতিবছর এ সেবা চালু রাখে তার জন্য অনুরোধও জানান তিনি।
Posted ১১:৫০ অপরাহ্ণ | মঙ্গলবার, ২১ জুন ২০২২
coxbangla.com | Chanchal Chy