এম.জিয়াবুল হক.চকরিয়া(২ অক্টোবর) :: চকরিয়ায় বদরখালী-মহেশখালী চ্যানেলে অভিযান চালিয়ে বদরখালী চ্যানেলের বিলাহাজারা নামক এলাকা থেকে ৮ হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করেছে বদরখালীস্থ কোষ্টগার্ড।
গত রোববার সকালে জাটকা নিধন সংরক্ষণ নিশ্চিত করতে বদরখালী কোষ্টগার্ড অভিযান চালিয়ে এসব নিষিক্ত কারেন্ট জাল জব্দ করেন।
অভিযানে নেতৃত্বে যাওয়া বদরখালীস্থ কোষ্টগার্ডের কন্টিজেন্ট কমান্ডার কে সি মং মার্মা এ বলেন, উপজেলার বদরখালী-মহেশখালী চ্যানেলে বদরখালী বিলহাজারা নামকস্থ এলাকায় অভিযান চালিয়ে ৮ হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করা হয়।
তবে এসময় কাউকে আটক করা সম্ভব হয়নি। জব্দকৃত কারেন্ট জাল গুলো ওই দিনই আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
Posted ১:৫১ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ০৩ অক্টোবর ২০১৭
coxbangla.com | Chanchal Chy