এম.জিয়াবুল হক,চকরিয়া(১৩ মার্চ) :: চকরিয়ায় পুলিশের অভিযানে হত্যা, অস্ত্র, ডাকাতিসহ অন্তত ১৭টি মামলার পরোয়ানাভুক্ত পলাতক আসামী মোহাম্মদ ইউসুফকে (৩৮) গ্রেফতার করা হয়েছে।
সোমবার দিবাগত রাত আনুমানিক দুইটার দিকে থানা পুলিশের একটিদল ফাঁসিয়াখালীস্থ ছাইরাখালী জঙ্গল ভেতর থেকে তাকে গ্রেফতার করেন।
গ্রেফতারকৃত ইউসুফ উপজেলার চিরিঙ্গা ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের সওদাগরঘোনা চারাবটতলী এলাকার মৃত মোহাম্মদ হোসনের ছেলে।
থানা পুলিশ জানায়, চকরিয়া থানার ওসি বখতিয়ার উদ্দিন চৌধুরীর নির্দেশে সোমরাতে উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নস্থ ছায়রাখালী এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে থানার সেকেন্ড অফিসার এসআই তানভির আহমদ, এস আই গৌতম সরকার,এসআই আব্দুল খালেক ও এসআই সুকান্ত চৌধুরীর নেতৃত্বে সঙ্গীয় পুলিশ ফোর্সসহ অভিযান চালিয়ে ১৭ মামলার আসামি ইউসুফকে গ্রেফতার করেন।
ওইসময় তার কাছ থেকে দেশীয় তৈরী একটি এলজি অস্ত্র উদ্ধার করা হয়েছে নিশ্চিত করেছেন চকরিয়া থানার ওসি বখতিয়ার উদ্দিন চৌধুরী।
ওসি বলেন, গ্রেফতারকৃত ইউছুপের বিরুদ্ধে থানা ও আদালতে অস্ত্র, ডাকাতির প্রস্তুতি দাঙ্গা-হাঙ্গামাসহ ১৭টি মামলা রয়েছে। মঙ্গলবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
Posted ১১:৫৪ পূর্বাহ্ণ | বুধবার, ১৪ মার্চ ২০১৮
coxbangla.com | Chanchal Chy