বিশেষ প্রতিবেদক,চকরিয়া(২৭ জুন) :: কক্সবাজারের চকরিয়ায় বন্যহাতির আক্রমণে মো. ইব্রাহিম (৪০) নামের এক কৃষক নিহত হয়েছেন। মঙ্গলবার ভোররাতে কক্সবাজার উত্তর বনবিভাগের ফাঁসিয়াখালী রেঞ্জের কাকারা মৌজার খেদারবান এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত কৃষক উপজেলার উত্তর লক্ষ্যারচরের বার আওলিয়া নগরের মোহাম্মদ হানিফের ছেলে।এ সময় দৌঁড়ে পালিয়ে প্রাণে রক্ষা পেয়েছেন অরও কয়েকজন।
এলাকাবাসী জানায়, মঙ্গলবার ভোররাতে বেশ কিছু লোক গাছ কাটতে যায়। গাছ কাটার এক পর্যায়ে তারা ওই বন্যহাতি পালের আক্রমণের শিকার হন। এ সময় ওই কৃষক নিহত হন। আর অন্যরা দৌঁড়ে পালিয়ে প্রাণে রক্ষা পায়।
কাকারা ইউনিয়নের চেয়ারম্যান শওকত ওসমান জানান, রাতে বনাঞ্চলে গাছ কাটতে গিয়ে ওই ব্যক্তি বন্যহাতির আক্রমণের শিকার হন।নিহতের লাশ উদ্ধারের জন্য মঙ্গলবার সকালে ঘটনাস্থলে একজন ইউপি সদস্যের নেতৃত্বে গ্রাম পুলিশ পাঠিয়েছেন।
Posted ৩:১৫ অপরাহ্ণ | মঙ্গলবার, ২৭ জুন ২০১৭
coxbangla.com | Chanchal Chy