মুকুল কান্তি দাশ,চকরিয়া(৬ জানুয়ারী) :: মহান বিজয় দিবস উপলক্ষে চকরিয়া গীতাঞ্জলী সেবা সংঘের উদ্যোগে আয়োজিত ব্যাডমিন্টন টুর্ণামেন্ট সম্পন্ন হয়েছে।
শনিবার রাত ১১টায় চকরিয়া পৌরসভার ৪নং ওয়ার্ডস্থ চিরিংগা হিন্দুপাড়া স্বর্গীয় সারদা কিশোরের বাড়ির মাঠে এ টুর্ণামেন্ট অনুষ্টিত হয়।
ফাইনাল খেলায় শ্রী গুরু সুদর্শন ব্যাডমিন্টন টিম এএফসি আর্জেন্টিনাকে ২-০ ব্যবধানে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। খেলা শেষে বিজয়ীদের হাতে ট্রফি তুলে দেয়া হয় এবং ব্যাট উপহার দেয়া হয়। এ টুর্ণামেন্টে মোট ১৪টি দল অংশ গ্রহণ করেন।
পুরস্কার বিতরণ অনুষ্টানে উপস্থিত ছিলেন- চকরিয়া প্রেসক্লাবের সভাপতি এম.জাহেদ চৌধুরী, বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ কক্সবাজার জেলার সহ-সভাপতি লক্ষণ কান্তি দাশ, হিন্দু-বৌদ্ধ-খ্র্স্টিান ঐক্য পরিষদ চকরিয়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক ও চকরিয়া প্রেসক্লাবের যুগ্ন-সম্পাদক মুকুল কান্তি দাশ, ঐক্য পরিষদ চকরিয়া পৌরসভা শাখার সভাপতি নারায়ন কান্তি দাশ, ঐক্য পরিষদ চকরিয়া উপজেলার যুগ্ন-সম্পাদক অনুকুল দাশ, চকরিয়া কেন্দ্রীয় হরি মন্দির দুর্গা পূজা কমিটির সভাপতি সুজিত দে, যুগ্ন-সম্পাদক রিপন বসাক, শারদ হ্যাপী ক্লাবের সভাপতি মিটন কিশোর দাশ, সাধারণ সম্পাদক প্রকাশ মিত্র, অর্থ-সম্পাদক রনজিত দাশ, সদস্য সুমন বসাক ও আয়োজিত কমিটির কর্মকর্তা সুমন ধরসহ প্রমুখ।
Posted ১২:১৫ অপরাহ্ণ | রবিবার, ০৬ জানুয়ারি ২০১৯
coxbangla.com | Chanchal Chy