মুকুল কান্তি দাশ,চকরিয়া(৩ ফেব্রুয়ারী) :: কক্সবাজারের চকরিয়ায় বিদ্যুতায়িত হয়ে মো.আব্বাস উদ্দিন (৫৫) নামের এক দারোয়ান মৃত্যু হয়েছে।
শনিবার সকাল সাড়ে ৯টা দিকে চকরিয়া পৌরসভার ৪নং ওয়ার্ডস্থ সবুজবাগ এলাকার হেলাল উদ্দিনের বাড়িতে এ ঘটনা ঘটে।
নিহত আব্বাস উদ্দিন চকরিয়া উপজেলার সাহারবিল ইউনিয়নের ৩নং ওয়ার্ডস্থ দক্ষিণ নালাপাড়ার মৃত আবদুল জলিলের ছেলে এবং হেলাল উদ্দিনের বাড়িতে দারোয়ান হিসেবে কর্মরত ছিলেন।
প্রত্যক্ষদর্শী সুত্রে জানা গেছে, শনিবার সকালে হেলাল উদ্দিনের বাড়ির উঠানে নির্মাণ শ্রমিকরা কাজ করছিল। এসময় বিদ্যুতের একটি তার উঠানে থাকা লোহার রডের সাথে আটকে থাকে।
পরে অসাবধনতা বসত দারোয়ান আব্বাস উদ্দিন ওই লোহার রড একপাশ থেকে অন্যপাশে সরাতে গেলে বিদ্যুতায়িত হয়। পরে তাকে উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আব্বাসকে মৃত ঘোষানা করেন।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.বখতিয়ার উদ্দিন চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরিবারের পক্ষ থেকে অভিযোগ দিলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
Posted ১১:২৮ পূর্বাহ্ণ | রবিবার, ০৪ ফেব্রুয়ারি ২০১৮
coxbangla.com | Chanchal Chy