মুকুল কান্তি দাশ,চকরিয়া(১২ জানুয়ারি) :: চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়া উপজেলার ডুলাহাজারা ইউনিয়ন পরিষদের সামনে মাইক্রোবাস চাপায় নুরহাজান (৯০) নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন।
রবিবার দুপুর দেড়টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত নুরজাহান ডুলাহাজারা ইউনিয়নের রিংভং ছগিরশাহকাটা গ্রামের মৃত উকিল আহমদের স্ত্রী।
প্রত্যক্ষদর্শী লোকজন বলেন, বয়স্ক ভাতা তুলে বাড়ি ফিরছিলেন নুরজাহান। এসময় চট্টগ্রামমুখি একটি যাত্রীবাহী মাইক্রোবাস তাকে চাপা দিলে গুরুতর আহত হয় সে।
স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে মালুমঘাট মেমোরিয়াল খ্রীষ্টান হাসপাতালে নিয়ে গেলে দুপুর ২টায় মারা যায় নুরজাহান।
মালুমঘাট হাইওয়ে পুলিশ ফাঁড়ির পুলিশ পরিদর্শক মোর্শেদ আলম বলেন, ঘাতক মাইক্রোবাসটি পালিয়ে যায়। নিহতের মরদেহ ময়নাতদন্ত ছাড়া পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
Posted ৯:৫০ অপরাহ্ণ | রবিবার, ১২ জানুয়ারি ২০২০
coxbangla.com | Chanchal Chy