
এম.জিয়াবুল হক,চকরিয়া(৩ জুন) :: চকরিয়া উপজেলার বরইতলী এলাকায় ব্রিজের সাথে ধাক্কা লেগে একব্যক্তি নিহত হয়েছে। শুক্রবার রাতে চকরিয়ার চিরিঙ্গা থেকে মগনামামুখী একটি ম্যাজিক গাড়ি বরইতলীতে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ব্রিজের ধাক্কা লাগে। এসময় মারাত্মকভাবে আহত হন ওই গাড়ির সামনের সিটে বসা এক যাত্রী।
উপজেলার বানিয়াছড়া হাইওয়ে পুলিশের আইসি আবুল হাসেম জানান, এদিন শুক্রবার বিকাল সাড়ে তিনটার দিকে চিরিঙ্গা থেকে যাত্রী নিয়ে একটি ম্যাজিক গাড়ি পেকুয়া উপজেলার মগনামার দিকে রওনা দেন। হঠাৎ গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের বরইতলী এলাকার একটি ব্রিজের সাথে ধাক্কা লাগে। গাড়িটি ধুমড়ে মুচড়ে যায়। এসময় সামনের সিটে বসা এক যাত্রী মারাত্মকভাবে আহত হন।
স্থানীয় লোকজন ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে সে মারা যায়। তবে তার পরিচয় পাওয়া যায়নি। তার বয়স আনুমানিক ৩৮-৪০ হতে পারে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।

Posted ১১:৪৯ অপরাহ্ণ | শনিবার, ০৩ জুন ২০১৭
coxbangla.com | Chanchal Das Gupta