এম.জিয়াবুল হক,চকরিয়া(২৫ জুলাই) :: চকরিয়া উপজেলার বরইতলী ইউনিয়নে ব্যক্তিগত একটি মৎস্যঘের রক্ষা করতে রাতের আঁধারে এলজিইডির সড়ক কেটে দেয়ার ঘটনা ঘটেছে।
সড়কটি কেটে দেয়ার কারনে ওই এলাকার কয়েকটি গ্রামে বানের পানি ঢুকে প্লাবিত হয়ে পড়েছে। এ অবস্থার কারনে ওই এলাকার লোকজন পানিবন্দি হয়ে চরম দুর্ভোগে পড়েছে।
এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহনের দাবিতে বিক্ষুদ্ধ এলাকাবাসির পক্ষে কামাল উদ্দিন নামের এক ভুক্তভোগী বাদি হয়ে ২৫ জুলাই চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
অভিযোগটিতে বিবাদি করা হয়েছে মৎস্যঘেরের মালিক স্থানীয় নুরুল কবিরের ছেলে জিল্লুর রহমান, জাফর আলমের ছেলে জাহেদুল ইসলাম ও ঘের পাহারাদার আবদুল মালেক।
অভিযোগটি আমলে নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা তদন্ত পুর্বক প্রতিবেদন দাখিলের জন্য উপজেলা এলজিইডির প্রকৌশলীকে নির্দেশ দিয়েছেন।
চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার দপ্তরে দায়ের করা অভিযোগে জানা গেছে, উপজেলার বরইতলী ইউনিয়নের ৪নম্বর ওয়ার্ডের ৪-৫টি গ্রামের প্রায় দশ হাজার মানুষের চলাচলের একমাত্র মাধ্যম এলজিইডির একটি সড়ক।
ওই এলাকায় আগে থেকে জমি লাগিয়ত নিয়ে অভিযুক্তরা একটি মৎস্যঘের করেছেন। ঘটনার দিন গত ২৩ জুলাই রাতের আঁধারে অভিযুক্তরা ভারী বর্ষণ ও বানের পানির কবল থেকে মৎস্যঘেরটি রক্ষা করতে প্রায় ৪০ফুট সড়ক কেটে দেয়।
ভুক্তভোগী এলাকাবাসি জানিয়েছেন, রাতের আঁধারে সড়কটি কেটে দেয়ার পরপর আশপাশের কয়েকটি গ্রামে সোনাইছড়ি খালের বানের পানি ঢুকে প্লাবিত হয়ে পড়ে। এতে ওই এলাকার অন্তত তিন শতাধিক পরিবারের বসতঘর বর্তমানে তিনদিন ধরে পানিতে তলিয়ে রয়েছে। এ ঘটনার পর থেকে এলাকার স্কুল-কলেজ মাদরাসায় পড়–য়া শিক্ষার্থীদের পাশাপাশি স্থানীয় জনসাধারণের চলাচল বন্ধ হয়ে গেছে।
এ অবস্থায় বিক্ষুদ্ধ এলাকাবাসি সরকারি সড়ক কেটে দেয়ার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন ও ক্ষতিগ্রস্থ সড়কটি মেরামতে উপজেলা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।
Posted ১২:০৮ পূর্বাহ্ণ | বুধবার, ২৬ জুলাই ২০১৭
coxbangla.com | Chanchal Chy