মুকুল কান্তি দাশ,চকরিয়া(১৬ ডিসেম্বর) :: কক্সবাজারের চকরিয়ায় যথাযোগ্য মর্যাদা ও আনন্দগণ পরিবেশে মহান বিজয় দিবস উদযাপিত হচ্ছে।
সোমবার ভোরে ৩১ (একত্রিশ) বার তোপধ্বনি ও চকরিয়া পৌরশহরের বিজয় মঞ্চস্থ কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পন এবং জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসটির সুচনা করা হয়।
দিবসের প্রথম প্রহরে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পন করেন কক্সবাজার-১(চকরিয়া-পেকুয়া) আসনের সংসদ সদস্য আলহাজ্ব জাফর আলম, চকরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ফজলুল করিম সাঈদী, চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা নূরুদ্দীন মুহাম্মদ শিবলী নোমান, সহকারি কমিশনার (ভুমি) মো.তানভীর হোসেন, চকরিয়া থানার অফিসার ইনচার্জ মো.হাবিবুর রহমান, চকরিয়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মকছুদুল হক ছুটু, জেসমিন হক জেসিসহ সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ছাড়াও রাজনৈতিক দল, সামাজিক সংগঠন সমুহ।
এদিন সকাল সাড়ে ৮টায় চকরিয়া পৌরসভার মগবাজারস্থ শেখ রাসেল মিনি স্টেডিয়ামে কুচকাওয়াজ অনুষ্টিত হয়। এতে পুলিশ, ফায়ার সার্ভিস, আনসার ভিডিপি, বিএনসিসি, স্কাউটসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্টানের ছাত্র-ছাত্রীরা অংশ নেন। পরে কুচকাওয়াজে অংশ গ্রহনকারীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
বেলা সাড়ে ১২টায় উপজেলা পরিষদ মিলনায়তন মোহনায় মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা দেয়া হয়। এসময় ‘সুখি সমৃদ্ধ বাংলাদেশ গঠনের লক্ষ্যে ডিজিটাল প্রযুক্তির সার্বজনীন ব্যবহার এবং মুক্তিযুদ্ধ’ শীর্ষক আলোচনাসভা অনুষ্টিত হয়।
মহান বিজয় দিবস উপলক্ষে সোমবার বেলায় ২টায় মহিলা সমাবেশ ও মহিলা ক্রীড়া অনুষ্টান, বিকেলে শেখ রাসেল মিনি স্টেডিয়ামে ‘উপজেলা প্রশাসন বনাম পৌরসভা একাদশ’ প্রীতি ফুটবল প্রতিযোগিতা অনুষ্টিত হবে। এদিন সন্ধ্যায় মুক্তিযুদ্ধভিত্তিক ভিডিও, চলচ্চিত্র প্রদর্শন ও সাংস্কৃতিক অনুষ্টান অনুষ্টিত হবে বলে জানান ইউএনও নুুরুদ্দীন মুহাম্মদ শিবলী নোমান।
Posted ৬:২৮ অপরাহ্ণ | সোমবার, ১৬ ডিসেম্বর ২০১৯
coxbangla.com | Chanchal Chy