এম.জিয়াবুল হক,চকরিয়া :: করোনা সংক্রমণের দ্বিতীয় ঢেউ থেকে চকরিয়া উপজেলার আটার ইউনিয়ন ও একটি পৌরসভা জনপদে ৬ লাখ মানুষের স্বাস্থ্যসুরক্ষা নিশ্চিতে উপজেলার প্রতিটি অঞ্চলে সরকারি নির্দেশনা মোতাবেক লকডাউন বাস্তবায়নে মাঠে নেমেছেন উপজেলা প্রশাসন।
সোমবার চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ সামসুল তাবরীজ, সহকারি কমিশনার ভুমি মো.তানভীর হোসেন, চকরিয়া থানার ওসি শাকের মুহাম্মদ যোবায়ের একসঙ্গে লকডাউন কার্যকরে বিভিন্ন এলাকা পরিদর্শন পুর্বক মনিটরিং করেছেন।
মাঠ তদারকির পাশাপাশি লকডাউন কার্যকরে চকরিয়াবাসির সার্বিক সহযোগিতা চেয়ে উপজেলা প্রশাসন সাতটি নির্দেশনা জারি করেছে।
সোমবার ৫ এপ্রিল চকরিয়া উপজেলা প্রশাসনের সরকারি প্রচার মাধ্যম ফেসবুক ফেইজে জারি করা নির্দেশনায় চকরিয়াবাসি সকলের অবগতির জন্য জানানো হচ্ছে-
(১) ৫ এপ্রিল ভোর ৬টা থেকে ১১ এপ্রিল রাত ১২টা পর্যন্ত লকডাউন।
(২) সন্ধ্যা ৬টা থেকে ভোর ৬টা পর্যন্ত বাড়ির বাইরে যাওয়া যাবে না।
(৩) ১ সপ্তাহের লকডাউনের আনুষ্ঠানিক প্রজ্ঞাপন জারি।
(৪) কাঁচাবাজার খোলা থাকবে সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত।
(৫) লকডাউনে ব্যাংকিং ব্যবস্থা সীমিত পরিসরে চলবে।
(৬) হোটেল রেস্তোঁরায় খাবার গ্রহণ নিষিদ্ধ।
(৭) সব ধরনের গণ পরিবহন বন্ধ থাকবে।
উল্লেখিত সরকারি নির্দেশনা অমান্যকারীগন সামনে কঠিনতর জরিমানার সম্মূখীন হবেন বলেও জানানো হয়েছে।
Posted ১১:৪৭ অপরাহ্ণ | সোমবার, ০৫ এপ্রিল ২০২১
coxbangla.com | Chanchal Chy