এম.জিয়াবুল হক,চকরিয়া(১০ জানুয়ারী) :: কক্সবাজারের চকরিয়ায় এক দরিদ্র কৃষকের ৮০ শতক জমির রোপন করা সবজি ক্ষেতে একদল দুর্বৃত্তরা তাণ্ডব চালিয়ে ব্যাপক ক্ষতিসাধন করেছে। এ সময় দুর্বৃত্তরা সবজি ক্ষেতের মরিচ, ফুলকপিসহ বিভিন্ন রকমারি শষ্যের গাছ কেটে অন্তত পাঁচ লক্ষাধিক টাকার ক্ষতিসাধন করেছে।
শুক্রবার ভোররাত ৩টার দিকে উপজেলার পূর্ববড় ভেওলা ইউনিয়নের মাতামুহুরী নদীর তীরবর্তী নোয়াচর এলাকায় সবজি ক্ষেতে এ তান্ডবের ঘটনা ঘটে। এদিকে সবজি ক্ষেতের তাণ্ডবের ঘটনার খবর পেয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যান ও মাতামুহুরী তদন্ত কেন্দ্রের পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
ক্ষতিগ্রস্থ কৃষক স্থানীয় পূর্ববড় ভেওলা ইউনিয়নের সেকান্দর পাড়া গ্রামের মৃত মনজুর আলমের ছেলে কৃষক ছৈয়দুল আলম মাতামুহুরী নদীর তীরবর্তী নোয়াচর এলাকার ৮০ শতক জমি বর্গা নিয়ে নানা জাতের সবজি ক্ষেত চাষাবাদ করেন। তিনি বিভিন্ন এনজিও থেকে ঋণ নিয়ে চলতি মৌসুমে শীতকালীন সবজি ফুলকপি, মরিচ, বেগুন, ধনিয়াপাতা চাষ করেছেন।
কঠোর পরিশ্রমের ফলে ওই জমিতে ব্যাপক সবজি ফলনও হয়। ক্ষেতভরা ফসলি ওই সবজি মাঠে শুক্রবার ভোররাতে আকস্মিক ভাবে ৮-১০জনের একদল দুর্বৃত্তরা ক্ষেতে ঢুকে ফুলকপি, মরিচ, বেগুনের সম্পূর্ণ গাছ কেটে ব্যাপক তান্ডব চালিয়ে গুড়িয়ে দেয়।
আক্রান্ত ক্ষেতের মালিক ছৈয়দুল আলম অভিযোগ তুলেছেন, পুর্বশত্রুতার জের ধরে একই এলাকার ছৈয়দুর রহমানের ছেলে মো.হানিফ, নুরুল আবচারের ছেলে আইয়ুব আলী, আরফাত, মিজবাহ, রিফাতসহ একদল দুর্বৃত্তরা সবজি ক্ষেতে ঢুকে ফলন গাছ কেটে তাণ্ডব চালিয়েছে। এতে আমার প্রায় পাঁচলাখ টাকার ক্ষেতের ক্ষতিসাধন হয়। ঘটনার বিষয়টি চেয়ারম্যান, থানা পুলিশ ও কৃষি বিভাগের কর্মকর্তাকে অবহিত করা হয়েছে। এব্যাপারে আমি মামলা করবো।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন চকরিয়া উপজেলার পূর্ববড় ভেওলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ারুল আরিফ দুলাল।
তিনি বলেন, মাতামুহুরী নদীর তীরবর্তী সেকান্দর পাড়াস্থ নোয়াচর এলাকায় ভোররাতে এক কৃষকের সবজি ক্ষেতে তাণ্ডব চালিয়েছে দূর্বৃত্তরা। ঘটনাটি জানার পর গতকাল সকালে সবজি ক্ষেত পরিদর্শন করেছি। এইধরণের ঘটনা খুবই দু:খজনক।
চকরিয়া থানার ওসি মো.হাবিবুর রহমান বলেন, কৃষকের সবজি ক্ষেতে তাণ্ডব চালানোর ঘটনায় কেউ অভিযোগ দেয়নি। তবে লিখিত অভিযোগ পেলে তদন্তসাপেক্ষে এব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
Posted ১১:১৮ অপরাহ্ণ | শুক্রবার, ১০ জানুয়ারি ২০২০
coxbangla.com | Chanchal Chy