এম.জিয়াবুল হক,চকরিয়া(২২ জুলাই) :: কক্সবাজারের চকরিয়া বরইতলী ইউনিয়নে সম্পত্তি ভোগের লোভে আলতাফ হোসেন (৫৮) নামের এক কৃষককে গলাটিপে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় পুলিশ নিহতের স্ত্রী ও এক ছেলেকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে।
আটককৃতরা হলেন- নিহত আলতাফ হোসেনের স্ত্রী রহিমা খাতুন ও ছেলে মো.মামুন। বুধবার ভোর রাতে উপজেলার বরইতলী ইউনিয়নের ৭নং ওয়ার্ডের বিবিরখিল সবুজবাগ এলাকায় মর্মান্তিক এ ঘটনাটি ঘটেছে।
বরইতলী ইউনিয়নের ইউপি সদস্য আব্দু শুক্কুর বলেন, নিহত আলতাফ হোসেন একজন স্বাবলম্বী কৃষক। তার এক স্ত্রী, চার ছেলে ও তিন মেয়ে রয়েছে। ছেলেদের মধ্যে এক ছেলেকে বিদেশ পাঠিয়েছেন। আর তিন ছেলে বাড়িতে থাকতো। আর মেয়েদের মধ্যে দুই মেয়েকে বিয়ে দিয়েছেন এবং এক মেয়ের এখনো বিয়ে দিতে পারেননি।
তিনি বলেন, মৃত্যুর আগ পর্যন্ত তিনি পরিশ্রম করে গেছেন। এর ফলে বেশ কিছু সম্পত্তির মালিক হয়েছেন। পাশাপাশি তার গরু-ছাগলও রয়েছে যথেষ্ট। তবে তার স্ত্রী ও ছেলে-মেয়েগুলো খুব বিলাসি প্রকৃতির। তারা সবসময় বাবার থেকে টাকা চাইতো। টাকা দিতে অপারগ হলে আলতাফ হোসেনকে মেরে ফেলার ফন্দি আটে স্ত্রী ও ছেলেরা। সর্বশেষ বুধবার ভোর রাতের কোন একসময় তাকে গলাটিপে হত্যা করা হয়।
হারবাং পুলিশ ফাঁড়ির এএসআই পলাশ রায় বলেন, ঘটনার খবর পাওয়ার পর নিহতের বাড়িতে যাই। এসময় আলতাফ হোসেনের মরদেহ মাটিতে পড়ে থাকতে দেখি। প্রাথমিক সুরতহাল রিপোর্টে তার গলায় আঘাতের চিহৃ পাওয়া গেছে।
এঘটনায় জড়িত অভিযোগে জিজ্ঞাসাবাদের জন্য স্ত্রী ও তার এক ছেলেকে আটক করা হয়েছে। বাকিরা পালিয়ে যাওয়ায় তাদের আটক করা যায়নি।
Posted ১০:৪৬ অপরাহ্ণ | বুধবার, ২২ জুলাই ২০২০
coxbangla.com | Chanchal Chy