মুকুল কান্তি দাশ,চকরিয়া(২৮ নভেম্বর) :: ‘সামাজিক সম্প্রীতি ও তরুণদের ভুমিকা’ নিয়ে ইলমা’র তরুণ আলো কক্সবাজারের চকরিয়ায় আলোচনা সভার আয়োজন করেছে।
বুধবার বিকালে চকরিয়া উপজেলা পরিষদ মিলনায়তন ‘মোহনা’য় ইলমার প্রধান নির্বাহী জেসমিন সুলতানা পারুলের সভাপতিত্বে ও এনজিও সমন্বয়কারী মো.নোমানের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন-চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা নূরুদ্দীন মুহাম্মদ শিবলী নোমান।
ইলমার তরুণ আলোর বাস্তবায়নে ও মানুষের জন্য ফাউন্ডেশনের সহযোগীতায় আয়োজিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- জেলা পরিষদ সদস্য জাহেদুল ইসলাম লিটু, চকরিয়া থানার অফিসার ইনচার্জ মো.বখতিয়ার উদ্দিন চৌধুরী।
এতে চার সম্প্রদায়ের চারজন প্রতিনিধি সামাজিক সম্প্রীতি বজায় রাখতে এবং অসাম্প্রদায়িক ও সহনশীল সমাজ গঠনে করণীয় নিয়ে বিষদ ব্যাখ্যা করেন কক্সবাজার জেলা ইমাম সমিতির সভাপতি অধ্যক্ষ রুহুল কুদ্দুস আনোয়ারী, চট্টগ্রামস্থ রাঙ্গুনিয়া ভুবেনম্বরী বেদান্ত মঠ ও মিশনের অধ্যক্ষ শ্রীমৎ স্বামী উমানন্দ ব্রক্ষচারী, জেলা বৌদ্ধ সুরক্ষা পরিষদের প্রতিষ্টাতা সভাপতি ভদন্ত প্রজ্ঞানন্দ ভিক্ষু ও মেমোরিয়াল ব্যাপ্টিষ্ট চার্চের সিনিয়র পালক মি.থিউফিল হক ও তরুণ আলো ইলমার প্রজেক্ট ম্যানেজার ফোরকান মাহমুদ।
এসময় উপস্থিত ছিলেন- চকরিয়া সরকারী কলেজের অধ্যক্ষ আকম গিয়াস উদ্দিন, ডুলাহাজারা কলেজের অধ্যক্ষ ফরিদ উদ্দিন চৌধুরী, চকরিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মিজবাউল হক, বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ চকরিয়ার সাধারণ সম্পাদক ও চকরিয়া প্রেসক্লাবের যুগ্ন-সম্পাদক মুকুল কান্তি দাশ,হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ চকরিয়া পৌরসভার সভাপতি নারায়ন কান্তি দাশ প্রমুখ।
Posted ৮:০৫ অপরাহ্ণ | বুধবার, ২৮ নভেম্বর ২০১৮
coxbangla.com | Chanchal Chy