এম.জিয়াবুল হক,চকরিয়া(৭ সেপ্টেম্বর) :: চকরিয়া উপজেলার লক্ষ্যারচর ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে এনজিও সংস্থা মাল্টিসার্ভের সহযোগিতায় ও জাপানি কোম্পানী প্যানোসনিক এর উদ্যোগে সোলার প্যানেল ও ল্যাম্পপোস্ট বিতরণ করা হয়েছে।
লক্ষ্যারচর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের মাঝে সোলার প্যানেল ও ল্যাম্পপোস্ট বিতরণ করেন চকরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ জাফর আলম।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মালয়েশিয়ার যুব মন্ত্রানালয়ের কর্মকর্তা ফাজরুল হামজা ফাজ, লক্ষ্যারচর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি রেজাউল করিম সেলিম, উপজেলা ছাত্রলীগের সভাপতি আরিফুল ইসলাম চৌধুরী, চকরিয়া পৌরসভা কৃষকলীগের সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল ফারুক লোটাস, এনজিও মাল্টিসার্ভের পরিচালক নাছরুল কবির কায়েম নিহাদ প্রমুখ।
অনুষ্ঠানে প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান আলহাজ জাফর আলম বলেছেন, জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে যখনই আওয়ামীলীগ সরকার দেশ পরিচালনায় এসেছে তখনই সরকার শিক্ষাখাতের উন্নয়নে অগ্রাধিকার কর্মসুচি হাতে নিয়েছে। কারন আওয়ামীলীগ হচ্ছে একটি শিক্ষাবান্ধব সরকার। সরকার প্রধান দেশরত্ম শেখ হাসিনার সদিচ্ছা এবং একমাত্র লক্ষ্য হচ্ছে লেখাপড়ার মাধ্যমে বাংলাদেশকে নিরক্ষতার অভিশাপ মুক্ত করা। সেই লক্ষ্যে সরকার কাজ করে যাচ্ছে।
তিনি বলেন, আগে লেখাপড়া করতে হলে টাকার প্রয়োজন হতো। গরীব পরিবার টাকার অভাবে ছেলে-মেয়েদের সঠিকভাবে লেখাপড়া করাতে পারতো না। কিন্তু আওয়ামীলীগ সরকার ক্ষমতায় এসে সকলের জন্য শিক্ষা বাধ্যতামুলক করেছে। এখন শিক্ষার্থীদের লেখাপড়ার খরচ দিচ্ছে সরকার।
উপজেলা চেয়ারম্যান আরো বলেন, বর্তমান সরকার সারাদেশে শিক্ষা হার বাড়ানোর লক্ষ্যে কাজ করে যাচ্ছে। সেই জন্য প্রতিটি বিদ্যালয়ে শিক্ষার্থীদের জন্য উপ-বৃত্তির মাধ্যমে টাকা দিচ্ছে। দুপুরে মিড ডে মিল প্রকল্পের মাধ্যমে খাবার দিচ্ছে। শিক্ষা প্রতিষ্ঠানের আবাসন সংকট দুর করছে। খেলাধুলা ও সংস্কৃতি বিকাশে বিভিন্ন ধরণের উপকরণ বরাদ্ধ দিচ্ছে।
সুন্দর পরিবেশে লেখাপড়ার জন্য প্রতিটি বিদ্যালয়ের ক্লাসে ক্লাসে মাল্টিমিডিয়া প্রজেক্টর ও কম্পিউটার দিচ্ছে। যাতে শিক্ষার্থীরা লেখাপড়ার মাধ্যমে আগামী দিনের সু-নাগরিক হিসেবে নিজেকে তৈরী করতে পারে। তিনি লক্ষ্যারচর উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীর মাঝে সোলার প্যানেল ও ল্যাম্পপোস্ট বিতরণের জন্য আয়োজক সংস্থার কর্মকর্তাদেরকে ধন্যবাদ জানান। আগামীতে এ ধরণের ভাল কাজে জড়িত থেকে শিক্ষার প্রসারে এগিয়ে আসতে তিনি সকল এনজিও সংস্থার প্রতি আহবান জানান।
Posted ২:০২ পূর্বাহ্ণ | শুক্রবার, ০৮ সেপ্টেম্বর ২০১৭
coxbangla.com | Chanchal Chy