এম.জিয়াবুল হক,চকরিয়া(৮ সেপ্টেম্বর) :: কুমিল্লা রিজিয়ন হাইওয়ে পুলিশের আওতাধীন চকরিয়া উপজেলার চিরিংগা হাইওয়ে পুলিশ ও মালুমঘাট হাইওয়ে পুলিশ পৃথকভাবে কক্সবাজার-চট্রগ্রাম মহাসড়কে ত্রুটিপূর্ন ও নিষিদ্ধ যানবাহন বিরুদ্ধে আইনী ব্যবস্থা গ্রহণ, পথচারীদের করনীয় শিরোনামে নিরাপদ সড়ক নিশ্চিতের দাবিতে ‘ট্রাফিক আইন মেনে চলি, সড়ক দুর্ঘটনার ঝুঁকি কমায়, জীবন রক্ষা করি’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে জনসচেতনতা মূলক ক্যাম্পেইন ও শোভাযাত্রার আয়োজন করেছে।
শনিবার দুপুরে সড়কে অনিভিপ্রেত দুর্ঘটনায় প্রাণহানি রোধে ট্রাফিক ব্যবস্থাপনাকে কার্যকর, গতিশীল ও ট্রাফিক আইন মেনে চলার বিষয়ে উপজেলার বিভিন্ন স্থানে উদ্ধুদ্ধকরণ জনসচেতনতা মূলক এ ক্যাম্পেইন ও র্যালি অনুষ্ঠিত হয়। চকরিয়া পৌরশহরের পুরাতন বাস ষ্টেশন, চকরিয়া কলেজ গেইট ও ডুলাহাজারা কলেজ গেইট এলাকায় হাইওয়ে পুলিশের আয়োজনে ক্যাম্পেইন ও র্যালিতে পরিবহন মালিক, শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ,স্কাউট শিক্ষার্থী ছাড়াও নানা শ্রেণীপেশার মানুষ অংশ গ্রহন করেন। ওইসময় র্যালিটি মহাসড়কের প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।
পরে চকরিয়া শহরের চিরিঙ্গা বাসস্টেশনে সচেতনতা মূলক ক্যাম্পেইন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত থেকে বক্তব্য রাখেন মালুমঘাট হাইওয়ে পুলিশের ওসি মো: আলমগীর হোসেন, চিরিংগা হাইওয়ে পুলিশের আইসি মো.নুরে আলম পলাশ, এসআই মিজানুর রহমান, জসিম উদ্দিন, এটিএস আই সুমন পাঠোয়ারী, ছবিউল্লাহ প্রমুখ।
আলোচনা সভায় হাইওয়ে পুলিশের কর্মকর্তারা উপস্থিত স্কুল-কলেজ পড়ুয়া শিক্ষার্থী, গাড়ীর মালিক-চালক, শ্রমিক ও সাধারণ জনগনের উদ্দেশ্যে বলেন, সড়ক দুর্ঘটনা ঘটার অনেক দৃশ্যমান কারণ রয়েছে। এর মধ্যে সাধারণ জনগণের ট্রাফিক আইন না মানার প্রবণতাও অন্যতম।
গণপরিবহনের মালিক, চালক এবং তার সহযোগীরা অবশ্যই দায়ী। তবে ব্যক্তির অসচেতনতা বা স্বেচ্ছাচারী আচরণও কম দায়ী নয়। যে কারণে সবাইকেই একটি শৃঙ্খলিত নিয়মের আওতায় থাকা জরুরী। এতে সড়কে শৃঙ্খলা ফিরে আসবে। দুর্ঘটনার হার কমে আসবে। তবে এর জন্য সম্মিলিত প্রচেষ্টাও থাকতে হবে।
পুলিশ কর্মকর্তারা আরও বলেন, আমরা সকলে ট্রাফিক আইন মেনে চলি এবং ট্রফিক আইন মেনে চলতে সকলকে উৎসাহিত করি। এতে করে সড়ক দুর্ঘটনা থেকে সকলে রক্ষা পাব। আগামীতে যাতে আর কোন মায়ের বুক খালী হোক তা আমরা চাইনা, সেজন্য এখন থেকে মহাসড়কে দুর্ঘটনা রোধে তিন চাকার গাড়ি যেমন সিএনজি চালিত অটোরিকশা, লেগুনা নছিমন, ব্যাটারি চালিত অটোরিকশা চলতে দেয়া হবে না।
প্রয়োজনে এসব পরিবহন মালিক শ্রমিককে বিনয়ের সাথে বুঝিয়ে তাদের গাড়ি বিকল্প (আঞ্চলিক) সড়কে চলাচলের ব্যবস্থা নিতে অনুরোধ জানাবো। এরপরও যদি তারা মহাসড়কে উঠে আমরা আইনগত ব্যবস্থা নিতে বাধ্য হব। সড়ক দুর্ঘটনা রোধে এবং শৃঙ্খলা ফিরিয়ে আনতে চকরিয়া উপজেলার সকলের সহযোগিতা কামনা করেন পুলিশ কর্মকর্তারা।
Posted ১২:০২ পূর্বাহ্ণ | রবিবার, ০৯ সেপ্টেম্বর ২০১৮
coxbangla.com | Chanchal Chy