মুকুল কান্তি দাশ,চকরিয়া :: বিশিষ্ট শিল্পপতি ইয়াহিয়া গ্রুপের চেয়ারম্যান ও কক্সবাজার বহুল প্রচারিত দৈনিক ‘আজকের দেশ-বিদেশ’ পত্রিকার কর্ণদার মোহাম্মদ ইয়াহিয়ার পক্ষ থেকে চকরিয়ায় কর্মরত হকারদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। এসময় চকরিয়া পৌরসভার মেয়র মো.আলমগীর চৌধুরী তার ব্যক্তিগত পক্ষ থেকেও কম্বল বিতরণ করেন।
শীত বস্ত্র বিতরণ উপলক্ষে গতকাল বুধবার ৩০ ডিসেম্বর রাতে চকরিয়া পৌরশহরের অভিজাত রেডচিলি রেস্টুরেন্টে এক মতবিনিময় সভা অনুষ্টিত হয়। অনুষ্টানের শুরুতে পবিত্র কোরআন তেলায়াত করেন মো.ইউনুছ।
চকরিয়া হকার সমিতির সভাপতি মনির উদ্দিনের সঞ্চালনায় মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন চকরিয়া পৌরসভার মেয়র মো.আলমগীর চৌধরী।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আজকের দেশ-বিদেশ জেলায় দীর্ঘদিন সুনামের সহিত দায়িত্ব পালন করে আসছেন। কক্সবাজার জেলার উন্নয়নসহ নানা বিষয় কাগজে তুলে ধরে এক গুরু দায়িত্ব পালন করছেন। কনকনে এই শীতের সময় আজকের দেশ-বিদেশ পরিবার হকারদের পাশে দাঁড়িয়ে এক মানবিকতার পরিচয় দিয়েছেন।
তিনি আরো বলেন, হকাররা হচ্ছে ভোরের পাখির মতো। তারা প্রতিদিন ভোর হলেই আমাদের দরজার সামনে পত্রিকা নিয়ে হাজির হন। তাদের মাধ্যমে আমরা বিশ্বের নানা প্রান্তের খবর জানতে পারি। কিন্তু তারা সেভাবে মূল্যায়িত হচ্ছেনা। এসময় তিনি হকারদের পাশে থাকবেন বলে আশ্বস্ত করেন।
অনুষ্টানে বিশেষ অতিতির বক্তব্য রাখেন- চকরিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মিজবাউল হক, চকরিয়া প্রেসক্লাবের সহ-সভাপতি ও আজকের দেশ-বিদেশ ও আমাদের সময় পত্রিকার প্রতিনি মুকুল কান্তি দাশ, চকরিয়া পৌরসভা আওয়ামীলীগের সহ-সভাপতি মো.আমান প্রমুখ।
সভায় হকারদের মধ্যে উপস্থিত ছিলেন- প্রকাশ বাবু, মিনার উদ্দিন, আবদুল্লাহ, আবদুল মোনাফ, মো.মোক্তার, আজমির, ইউনুছ,বাবুল, কুতুব উদ্দিন, আবুল কালাম ও মারুফ। এসময় হকার সমিতির নেতৃবৃন্দদের হাতে ইয়াহিয়ার পক্ষ থেকে একটি করে সুয়েটার ও মেয়র মো.আলমগীর চৌধুরীর পক্ষ থেকে একটি করে কম্বল উপহার হিসেবে দেয়া। পরে অনুষ্টানে আগত অতিথি ও হকাররা নৈশ ভোজে অংশ নেন।
Posted ২:৫৬ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ৩১ ডিসেম্বর ২০২০
coxbangla.com | Chanchal Chy