এম.জিয়াবুল হক,চকরিয়া(৮ অক্টোবর) :: চকরিয়ায় পুলিশের অভিযানে আরফান মিয়া (৩০) নামে ১১ মামলার গ্রেফতারী পরোয়ানাভুক্ত এক আসামিকে গ্রেফতার করা হয়েছে।
শনিবার রাতে থানার এএসআই জুয়েল রায়সহ পুলিশের একটিদল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উপজেলার কাকারা ইউনিয়নের ভিলেজার পাড়া থেকে তাকে গ্রেফতার করেন। গ্রেফতারকৃত আরফান মিয়া ওই এলাকার শামশুল হকের ছেলে।
চকরিয়া থানার সহকারি উপপরিদর্শক (এএসআই) জুয়েল রায় বলেন, আরফান মিয়া চিহ্নিত বনদস্যু। তাঁর বিরুদ্ধে বন আইনে ১১টি মামলা রয়েছে। এর মধ্যে নয়টি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা আছে।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বখতিয়ার উদ্দিন চৌধুরী বলেন, রোববার দুপুরে চকরিয়া জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতের মাধ্যমে আরফান মিয়াকে জেলহাজতে পাঠানো হয়।
Posted ১২:২২ পূর্বাহ্ণ | সোমবার, ০৯ অক্টোবর ২০১৭
coxbangla.com | Chanchal Chy