মুকুল কান্তি দাশ,চকরিয়া(১৩ মে) :: কক্সবাজারের চকরিয়ায় আবদুল কাদের প্রকাশ মধু (২০) নামের এক বখাটে যুবকের হাতে চতুর্থ শ্রেণী পড়–য়া এক ছাত্রী ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
গত শুক্রবার বিকালে উপজেলার চিরিংগা ইউনিয়নের ৩নং ওয়ার্ডস্থ বুড়িপুকুরের হিন্দুপাড়ায় এ ঘটনা ঘটলেও শনিবার রাতে থানায় এজাহার দায়েরের পর বিষয়টি জানাজানি হয়।
ধর্ষণের শিকার ওই স্কুল ছাত্রী বর্তমানে কক্সবাজার সদর হাসপাতালের ওসিসিতে চিকিৎসাধীন রয়েছেন।
বখাটে আবদুল কাদের চকরিয়া পৌরসভার ৭নং ওয়ার্ডস্থ খন্দকারপাড়ার আমজাদ হোসেনের ছেলে।
চিরিংগা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব জসিম উদ্দিন বলেন, শুক্রবার বিকালে ওই ছাত্রীকে বাড়িতে একা রেখে পরিবারের সবাই মিলে একটি বিয়ের অনুষ্টানে যায়। বাড়িতে কেউ না থাকায় ওইদিন ওই ছাত্রী বিকালে বাড়ির বারান্দায় বসে পড়ালেখা করছিল।
এসময় বখাটে আবদুল কাদের ওই ছাত্রীর বাড়ির পাশ দিয়ে হেটে যাওয়ার সময় বাড়িতে কেউ নাই বুঝতে পেরে ওই বাড়িতে ঢুকে পড়ে। বাড়িতে ঢুকে ওই স্কুল ছাত্রীকে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করে। এসময় ওই ছাত্রী চিৎকার দিলে আশপাশের এলাকার লোকজন ছুটে আসলে বখাটে আবদুল কাদের পালিয়ে যায়।
পরে স্থানীয় লোকজন ওই ছাত্রীকে উদ্ধার করে প্রথমে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। এসময় কর্তব্যরত চিকিৎসাকরা তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে কক্সবাজার সদর হাসপাতালের ওসিসিতে রেফার করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে চকরিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ইয়াছির আরাফাত বলেন, ওই ছাত্রীর শরীরের বিভিন্ন স্থানে আছড়ের চিহৃ দেখা গেছে। ডাক্তারী রিপোর্ট পেলে ধর্ষণ হয়েছে কিনা জানা যাবে।
তিনি আরো বলেন, এঘটনায় ছাত্রীর বাবা বাদি হয়ে আবদুল কাদেরকে আসামী করে মামলা দায়ের করেছেন। আবদুল কাদেরকে গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে।
Posted ৪:০০ অপরাহ্ণ | রবিবার, ১৩ মে ২০১৮
coxbangla.com | Chanchal Chy