মুকুল কান্তি দাশ,চকরিয়া(৫ মার্চ) :: কক্সবাজারের চকরিয়ার সুরাজপুরে খুন ও ডাকাতির পৃথক ঘটনার ১০দিন পর ঘটনায় জড়িতদের পরিচয়সহ তথ্যাদি উৎঘাটন হয়েছে। সহকারী পুলিশ সুপার (এএসপি) কাজি মো. মতিউল ইসলামের নেতৃত্বে টানা ৪৮ ঘন্টা অভিযান চালিয়ে ঘটনায় জড়িত অভিযোগে আটক করা হয় মো.ফারুক (২৬) কে।
পরে তার স্বীকারোক্তি মতে তাকেসহ ফাঁসিয়াখালীর গহীন অরণ্যে অভিযান চালিয়ে ৪টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে। তৎমধ্যে ২টি এলজি ও ২টি একনলা বন্দুক। ফারুকের বক্তব্য থেকে খুনের নেপথ্যে কারণও উৎঘাটন হয়েছে।
খুনের ঘটনায় নিহত শাহাবউদ্দিনের ছোট ভাই মহিউদ্দিন বাদী হয়ে অজ্ঞাত আসামী দেখিয়ে ও অস্ত্র উদ্ধারের ঘটনায় এসআই চিরঞ্জীব দাশ বাদী হয়ে ৫জনকে আসামী করে থানায় মামলা দায়ের করা হয়েছে।
মামলা দায়েরের পর আটক ফারুককে গ্রেফতার দেখানো হয়েছে। ফারুক ফাঁসিয়াখালী ইউনিয়নের উচিতারবিল গ্রামের শহর মল্লুকের ছেলে। তার সাথে খুনসহ ডাকাতিতে জড়িত ও অস্ত্র মামলার অপর আসামীদের গ্রেফতার করতে পুলিশের একাধিক টিম মাঠে রয়েছে বলে থানার অফিসার ইনচার্জ মো. হাবিবুর রহমান জানান।
স্থানীয় সূত্র জানায়, গত ২৪ ফেব্রুয়ারী ভোররাতে উপজেলা সুরাজপুরে ধানক্ষেত পাহারারত কৃষক শাহাবউদ্দিনকে পিটিয়ে হত্যা করা হয়। ওই রাতে নিকটস্থ পাড়ার তিনটি বসতঘরেও ডাকাতি করে হত্যাকারীরা। খুনের ঘটনায় নিহতের ছোট ভাই বাদী হয়ে অজ্ঞাত ব্যক্তিদের বিরুদ্ধে মামলা দায়ের করে।
ওসি হাবিবুর রহমান বলেন, শাহাবউদ্দিন খুনের ঘটনার ক্লু উদঘাটন করতে পুলিশি তৎপরতা জোরদার করা হয়। বিভিন্নস্থানে নিয়োগ করা হয় একাধিক সোর্স। এরপরও সঠিক তথ্য পেতে নানা পন্থা অবলস্বন করতে হয়।
অবশেষে চকরিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) কাজী মতিউল ইসলামের নেতৃত্বে টানা ৪৮ ঘন্টা বিভিন্ন স্থানে ঝটিকা অভিযান চালিয়ে খুনে জড়িত ফারুককে আটকের পর তার স্বীকারোক্তি মতে বুধবার রাতে ফাঁসিয়াখালীর জঙ্গলে অভিযান চালিয়ে প্রায় এক কিলোমিটারের মধ্যে দুটি স্থান থেকে ৪টি অস্ত্র ও নগদ ১৪৪০ টাকা উদ্ধার হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত ফারুক শাহাবউদ্দিনকে খুন ও সুরাজপুর ও সাহারবিলে ডাকাতিতে জড়িত ছিল বলে স্বীকার করেছে বলে পুলিশ জানায়। ফারুক বিভিন্ন অপরাধকালে তার সাথে জড়িতদের নামও প্রকাশ করে।
চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.হাবিবুর রহমান বলেন, আটক ফারুকের বিরুদ্ধে ডাকাতি ও অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে।
Posted ৩:২৪ পূর্বাহ্ণ | শুক্রবার, ০৬ মার্চ ২০২০
coxbangla.com | Chanchal Chy