মুকুল কান্তি দাশ,চকরিয়া(২৪ ডিসেম্বর) :: একাদশ জাতীয় সংসদ সবধরনের প্রস্ততি নিয়েছে। যারা নির্বাচনে নাশকতার চেষ্টা করবে তাদের কঠোর হস্তে দমন করা হবে। তাছাড়া সংখ্যালগুরা যাতে নিরবিচ্ছিন্নভাবে তাদের ভোটাদিকার প্রয়োগ করতে পারে সেজন্য প্রশাসন সর্বোত্তক সহযোগিতা করবে। তাদের আতংকিত হওয়ার কিছু নেই।
সোমবার দুপুরে কক্সবাজারের চকরিয়া উপজেলা পরিষদ মোহনা মিলনায়তনে আয়োজিত মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভায় সভাপতির বক্তব্যে এসব কথা বলেন উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রির্টানিং কর্মকর্তা নূরুদ্দীন মুহাম্মদ শিবলী নোমান।
উপজেলা সহকারী কমিশনার (ভুমি) খোন্দকার মো.ইখতিয়ার উদ্দিন আরাফাতের সঞ্চালনায় অনুষ্টিত সভায় বক্তব্য রাখেন- চকরিয়া উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাফিয়া বেগম শম্পা, চকরিয়া সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) কাজী মো.মতিউল ইসলাম,, চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.বখতিয়ার উদ্দিন চৌধুরী, চকরিয়া উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান আলহাজ্ব গিয়াস উদ্দিন চৌধুরী, মাতামুহুরী সাংগঠনিক উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলাম চৌধুরী বাবলা, চকরিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মিজবাউল হক, চকরিয়া উপজেলা প্রকৌশলী কমল কান্তি পাল, চকরিয়া উপজেলা পুজা কমিটির সভাপতি তপন কান্তি দাশ, বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ চকরিয়া উপজেলার সাধারণ সম্পাদক মুকুল কান্তি দাশ (সাংবাদিক), চিরিংগা ইউপি চেয়ারম্যান আলহাজ্ব জসীম উদ্দিন, ডুলাহাজারা ইউপি চেয়ারম্যান নুরুল আমিনসহ প্রমুখ।
এসময় সরকারী-বেসরকারী বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
Posted ৩:১০ অপরাহ্ণ | সোমবার, ২৪ ডিসেম্বর ২০১৮
coxbangla.com | Chanchal Chy