এম.জিয়াবুল হক,চকরিয়া(১২ নভেম্বর) :: একাদশ নির্বাচনে চকরিয়া-পেকুয়া আসনে (কক্সবাজার-১) আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন চকরিয়া উপজেলার পুববড় ভেওলা ইউনিয়নের অধিবাসি মাতামুহুরী সাংগঠনিক উপজেলা সন্ত্রাস নাশকতা প্রতিরোধ কমিটির সদস্য সচিব তরুন আওয়ামীলীগ নেতা খলিল উল্লাহ চৌধুরী। তিনি চকরিয়া পৌরসভা যুবলীগের সহ-সভাপতি পদেও দায়িত্ব পালন করছেন।
কক্সবাজার জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মুজিবুর রহমানের ভাইরা ভাই তরুন ব্যবসায়ী খলিল উল্লাহ চৌধুরী ২০১৬ সালে অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচনে চকরিয়া উপজেলার পুববড় ভেওলা ইউনিয়নে আওয়ামীলীগের চেয়ারম্যান প্রার্থী ছিলেন। অল্প সময়ে তিনি নিজের গুনাবলীকে কাজে লাগিয়ে জনগনের মনজয় করতে সক্ষম হয়েছেন।
অনুষ্ঠিত নির্বাচনে তিনি জীবনের প্রথমবার অংশ নিয়ে নৌকা প্রতীকে ৩৮শত ভোট পেয়ে নিকটতম হলেও এলাকার জনগনের বিপদে আপদে নিজেকে নিয়োজিত রেখেছেন। এলাকার উন্নয়নে সাধ্য মতো কাজ করে যাচ্ছেন। বিশেষ করে বন্যার তান্ডবে এলাকার মানুষ যখন বিপদের মুখোমুখি তখনই ব্যক্তিগত ত্রাণ সামগ্রী নিয়ে ছুটে যান খলিল উল্লাহ চৌধুরী। রোজার ঈদ কিংবা তীব্র শীতে হাজারো গরীব পরিবারের মাঝে নতুন কাপড় তুলে দিয়ে জনসেবার কাতারে নিজের নামটি লিপিবদ্ধ করেন তরুন জননেতা খলিল উল্লাহ চৌধুরী।
তরুন জননেতা খলিল উল্লাহ চৌধুরী অল্প সময়ের ব্যবধানে চকরিয়া উপজেলার পুর্ববড় ভেওলা ইউনিয়ন ছাড়াও উপকুলীয় সাতটি ইউনিয়নের নিজেকে জনগনের কাছে পরিচিতি করতে সক্ষম হয়েছেন। পাশাপাশি চকরিয়া-পেকুয়া আসনের রাজনৈতিক পরিমন্ডলে সবার কাছে নিজের অবস্থান সুসংহত করেছেন। প্রতিটি জনপদে আওয়ামীলীগের সাংগঠনিক কার্যক্রম গতিশীল করার মাধ্যমে তারুণ নির্ভর নেতৃত্ব বিকশিত করতে কাজ করছেন তিনি।
খলিল উল্লাহ চৌধুরী জনগনের সেবা করতে পেরে নিজেকে বেশ উৎফুল্ল মনে করেন। জনপ্রতিনিধি নির্বাচিত হলে জনসেবা করার কাজটি আরো বেশি সুগম হবে এই ধারনা থেকে তিনি এবার একাদশ নির্বাচনে দলের অপরাপর মনোনয়ন প্রত্যাশীর মতো আওয়ামীলীগের মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। মঙ্গলবার মনোনয়ন ফরম পুরণ করে রাজধানী ঢাকাস্থ দলের সভানেত্রী শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে দাখিল করেছেন। একাদশ নির্বাচনে চকরিয়া-পেকুয়া আসনে আওয়ামীলীগের পক্ষ থেকে নবীন-প্রবীণ একাধিক প্রার্থী দলের মনোনয়ন ফরম সংগ্রহ করলেও সবার মধ্যে বয়সে ছোট তরুন আওয়ামীলীগ নেতা খলিল উল্লাহ চৌধুরী।
মনোনয়ন ফরম সংগ্রহের বিষয়টি নিশ্চিত করে খলিল উল্লাহ চৌধুরী বলেন, বর্তমান প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা দেশের সর্বত্র তরুন নেতৃত্ব বিকশিত করার মাধ্যমে সম্ভাবনার বাংলাদেশকে এগিয়ে নিতে কাজ করছেন। জননেত্রীর সেই অনুপ্রেরণা থেকে আমি চকরিয়া-পেকুয়া আসনে দলের মনোনয়ন প্রত্যাশী হিসেবে মনোনয়ন ফরম সংগ্রহ করেছি। মঙ্গলবার মনোনয়ন ফরম পুরণ করে রাজধানী ঢাকাস্থ দলের সভানেত্রী শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে দাখিল করেছি।
তিনি বলেন, আওয়ামীলীগ একটি তারুণ্য নির্ভর উন্নয়নমুখী রাজনৈতিক দল। সেই বিবেচনায় চকরিয়া-পেকুয়া আসনে দলের সভানেত্রী আমাকে যদি মনোনয়ন দেন তাহলে এবার তারুণের জয়গানে নৌকার বিজয় নিশ্চিতে ইনশাল্লাহ সফল হবো। আমি স্বাধীনতার ৪৭বছর নব উদ্যোমে তারুণের অভিযাত্রায় এ আসনে হারানোর বেদনা ভুলে গিয়ে নৌকাকে বিজয়ী করতে স্বপ্ন দেখছি।
তবে আমাকে ছাড়া অন্য কাউকে দল থেকে মনোনয়ন দেয়া হলে আমি অকুন্ঠ চিত্রে নেত্রীর সিদ্বান্ত মেনে নিয়ে তাঁর পক্ষেই কাজ করব।’ এ ক্ষেত্রে চকরিয়া-পেকুয়া আসনে আওয়ামীলীগকে বিজয়ী হতে হলে তৃনমুলে জনপ্রিয় ও জনবান্ধব প্রার্থীকে বেঁেচ নিয়ে দলের মনোনয়ন দিতে হবে। সেইজন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আমাদের বিনীত আবেদন থাকবে।
Posted ১২:৩৮ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ১৩ নভেম্বর ২০১৮
coxbangla.com | Chanchal Chy