মুকুল কান্তি দাশ,চকরিয়া(২৭ জানুয়ারী) :: আইন-শৃংখলা নিয়ন্ত্রণ, সামাজিক অপরাধ দমন, (ইভটিজিং, ছিনতাই, চুরি, যানজট) নিয়ন্ত্রণ ও নাশকতা রোধে চকরিয়া পৌরশহরে ৯৬টি সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। ৬টি ইউনিটের মাধ্যমে অপরাধ নজরদারীর ট্রায়াল শুরু হয়েছে।
ফেব্রুয়ারীর প্রথম সপ্তাহে আনুষ্টানিক উদ্বোধনের মাধ্যমে শুরু হবে পুরোদমে কার্যক্রম।
২৭ জানুয়ারী সোমবার উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে অনুষ্টিত সংবাদ সম্মেলনে এসব তথ্য উপস্থাপন করেন চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা নূরুদ্দীন মুহাম্মদ শিবলী নোমান।
সংবাদ সম্মেলনে ইউএনও আরো বলেন, জমজম হাসপাতাল থেকে পৌর বাস টার্মিনাল পর্যন্ত দেড় কিলোমিটার মহাসড়কসহ শাখা সড়ক মিলিয়ে সোয়া ২ কিলোমিটার সড়কে ৯৬টি সিসি ক্যামেরা বসানো হয়েছে।
অত্যাধুনিক নাইটভিশন ক্যামেরা হওয়ায় রাতেও ক্যামেরাগুলোর আওতায় থাকা ৪ হাজার ৮০০ মিটার বাণিজ্যিক এলাকার গতিবিধি স্পষ্ট দেখা যাবে।
তিনি আরো বলেন, এ কার্যক্রম সফল হলে পুরো চকরিয়ার গুরুত্বপূর্ণ স্থানগুলোতেও সিসি ক্যামেরা বসানো হবে। এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, কোন চোর একটি সিসি ক্যামেরা চুরির চেষ্টা করলে অন্যদিকের ৩০-৩৫টি ক্যামেরায় তা ধরা পড়বে।
Posted ৭:৪১ অপরাহ্ণ | সোমবার, ২৭ জানুয়ারি ২০২০
coxbangla.com | Chanchal Chy