মুকুল কান্তি দাশ,চকরিয়া(১৯ মার্চ) :: করোনাভাইরাসের কারণে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে দেশের প্রথম প্রতিষ্টিত কক্সবাজারের চকরিয়াস্থ ডুলাহাজারা বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক।
বৃহস্পতিবার ১৯ মার্চ থেকে থেকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত পার্কে দর্শনার্থীদের প্রবেশ বন্ধ ঘোষণা করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা মাজহারুল ইসলাম চৌধুরী বলেন, করোনা প্রতিরোধে সরকারের পক্ষ থেকে ইতোমধ্যে জনসমাগম এলাকা এড়িয়ে চলার পরামর্শ দেয়া হয়েছে।
যেহেতু বিনোদন কেন্দ্রে জনসমাগম বেশি হওয়ার সম্ভাবনা থাকে সেজন্য সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশে পার্কটি বন্ধ ঘোষণা করেছেন।
তিনি আরো বলেন, বৃহস্পতিবার ১৯ মার্চ সকালে পার্ক বন্ধ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তী আমাদের হাতে এসেছে। এতে অনিদিষ্ট সময়ের জন্য পার্ক বন্ধ রাখার নির্দেশনা জারি করা হয়েছে।
পরিস্থিতি স্বাভাবিক হলে আবারও পার্কটি দর্শনার্থীদের জন্য খুলে দেয়া হবে।
Posted ২:২৯ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২০
coxbangla.com | Chanchal Chy