এম জিয়াবুল হক,চকরিয়া :: কক্সবাজারের চকরিয়ায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ২০ জন আহত হয়েছেন।
শনিবার (২৭ ফেব্রুয়ারি) রাত ১০টায় বরইতলী রাস্তার মাথা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
আহতদের স্থানীয়রা উদ্ধার করে ৩ জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল ও ১৭ জনকে চকরিয়া সরকারি হাসপাতালে পাঠিয়ে দেন। তবে এদের মধ্যে ৩ জন ইন্টার্ন চিকিৎসক রয়েছেন বলে জানা গেছে।
বিষয়টি নিশ্চিত করেছেন চিরিঙ্গা হাইওয়ে পুলিশের এস আই সিরাজুল ইসলাম।
স্থানীয়রা জানান, ময়মনসিংহ থেকে পিকনিকের একটি বাস কক্সবাজার যাচ্ছিল। বাসটি চাকরিয়া বরইতলী রাস্তার মাথা এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা সৌদিয়া পরিবহনের একটি বাসের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ২০ আহত হন।
আহতদের মধ্যে ৩ জনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
Posted ৮:০৬ অপরাহ্ণ | রবিবার, ২৮ ফেব্রুয়ারি ২০২১
coxbangla.com | Chanchal Chy