এম.জিয়াবুল হক,চকরিয়া(২৩ নভেম্বর) :: চকরিয়ায় মহাসড়কে যাত্রীবাহী হানিফ বাসের চাপায় আমিন উল্লাহ (১৭) নামের এক পথচারী কিশোর নিহত হয়েছে।
শুক্রবার রাত ৭টার দিকে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের উপজেলার ডুলাহাজারাস্থ বনানী এলাকায় ঘটেছে এ দুর্ঘটনা। নিহত আমিন উল্লাহ ডুলাহাজারা ইউনিয়নের নতুন পাড়া গ্রামের আবদুল মালেকের ছেলে। দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেন স্থানীয় ইউপি সদস্য মোঃ সোলাইমান।
প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার সন্ধ্যার পর আমিন উল্লাহসহ তিন কিশোর ডুলাহাজারা বনানী এলাকায় মহাসড়কের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিল। ওসময় কক্সবাজার থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী হানিফ বাস তাদের পেছনে ধাক্কা দিলে ছিটকে পড়ে আমিন উল্লাহ।
তাৎক্ষণিক আশপাশের লোকজন এগিয়ে এসে আহতাবস্থায় তাকে উদ্ধার করে মালুমঘাট মেমোরিয়াল খ্রিস্টান হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক আমিন উল্লাকে মৃত ঘোষণা করে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার পর উত্তেজিত জনতা ঘাতক বাসটি পেছন থেকে ধাওয়া করেও আটকাতে ব্যার্থ হয়। পরে বিপরীতদিক থেকে আসা একই কোম্পানির অপর একটি বাস আটক করে লোকজন। এসময় মহাসড়কে ঘন্টাব্যাপী যান চলাচল বন্ধ থাকে। পরে মালুমঘাট হাইওয়ে পুলিশের এএসআই ছাফি উল্লাহ নেতৃত্বে পুলিশদল ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলে পরবর্তীতে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।
মালুমঘাট হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলমগির হোসেন বলেন, মহাসড়কের ডুলাহাজারা বনানী এলাকায় সড়ক দুর্ঘটনায় এক কিশোর নিহত হয়েছে। লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
Posted ১২:৪২ পূর্বাহ্ণ | শনিবার, ২৪ নভেম্বর ২০১৮
coxbangla.com | Chanchal Chy