কক্সবাংলা রিপোর্ট(২৬ জানুয়ারী) :: চট্রগ্রামে ভারতের ৭১তম প্রজাতন্ত্র দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে রোববার রাতে বন্দর নগরী চট্রগ্রামের রেডিসন ব্লু হোটেলে ভারতের ৭১তম প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে সহকারী ভারতীয় হাইকমিশন অফিসের উদ্যোগে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
দিবসটি উপলক্ষে,চট্টগ্রামে নিযুক্ত ভারতের সহকারী হাইকমিশনার অনিন্দ্য ব্যানার্জী বলেন,ভারত-বাংলাদেশ দ্বিপাক্ষিক সম্পর্ক অত্যন্ত সুদৃঢ় ও বহুমুখী। এক বছরে ২ লাখ ৩০ হাজার বাংলাদেশিকে ভিসা দেয় ভারত। আগের বছর এর সংখ্যা ছিল ১ লাখ ৯০ হাজার। ভিসা দেয়ার ক্ষেত্রে এটি একটি রেকর্ড। শুধু ভিসা দেয়ার রেকর্ডই নয়, ভারত-বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রেও এখন অতীতের যেকোনো সময়ের চেয়ে অনেক ভালো উচ্চতায় রয়েছে। তিনি বলেন, একসঙ্গে দু’দেশের উন্নতিই ভারতের লক্ষ্য। সম্পর্কের ক্ষেত্রে ভারতের কাছে প্রতিবেশী আগে, আর প্রতিবেশীদের মধ্যে বাংলাদেশ সবার আগে।
তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্প্রতি ভারত সফরে ৭টি এমওইউ সাইন করেন এবং ৩টি দ্বি-পাক্ষিক প্রজেক্ট উদ্বোধন করেন। আমাদের দুই দেশের প্রধানমন্ত্রীর বৈঠকগুলোতে সিকিউরিটি, বিজনেস, কানেকটিভিটি, ডিফেন্স, ডেভেলপমেন্ট, কো-অপারেশন, এনার্জি, এডুকেশনসহ দ্বি-পক্ষীয় সম্পর্কের প্রায় সকল বিষয়ে তারা আলোচনা করেছেন। আমাদের পলিসি হলো- একসঙ্গে সবার উন্নতি, একটাই লক্ষ্য অনুসরণ করে।
অনিন্দ্য ব্যানার্জী আরও বলেন, প্রতিবেশী হিসেবে আমাদের মধ্যে কিছু সমস্যা থাকতে পারে। সেগুলো আলাপ-আলোচনার মাধ্যমে সমাধান করা সম্ভব। আমরা আলোচনার মাধ্যমে বহুদিনের অমিমাংসিত ছিটমহল সমস্যার সমাধান করেছি। বাকি সমস্যাও আমরা আলোচনার মাধ্যমে সমাধান করতে পারব। এখন আমাদের কাজ হচ্ছে বন্ধুত্বের বন্ধনকে সুদৃঢ় করে সামনের দিকে এগিয়ে যাওয়া।
অনুষ্ঠানে চসিক মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেন, ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধে ভারত আমাদের অকৃত্রিমভাবে সহযোগিতা দিয়েছে। শুধু সামরিক সহযোগিতায় নয়, এদেশের এক কোটি জনগণকে আশ্রয় দিয়েছিল ভারত। দেশটির মহান নেত্রী ইন্দিরা গান্ধীর বাংলাদেশ ও বাংলাদেশের জনগণের প্রতি অকৃত্রিম ভালোবাসা অবিস্মরণীয়। স্বাধীনতা যুদ্ধের সময় থেকে বাংলাদেশ ও ভারতের জনগণের মধ্যে ঐক্যের যে সূচনা হয়েছে, আশা করি তা অব্যাহত থাকবে।
অনিন্দ্য ব্যানার্জী বলেন, খুব শিগগির আমরা দুটি গুরুত্বপূর্ণ বার্ষিকী একসঙ্গে পালন করবো। ২০২০ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী এবং ২০২১ সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের ও ভারত-বাংলাদেশ কূটনৈতিক সম্পর্ক শুরুর ৫০ বছর পূর্তি। এ দুটি ঐতিহাসিক দিবসকে স্বরণীয় করে রাখতে ভারত ও বাংলাদেশের মধ্যে যোগাযোগ আরও বাড়ানো হবে। আমরা আমাদের কূটনৈতিক ও অন্যান্য সম্পর্কগুলোকে সোনালী অধ্যায়ের ঊর্ধ্বে নতুন উচ্চতায় নিয়ে যেতে চাই।
অনিন্দ্য ব্যানার্জী পত্নী রুনা ব্যানার্জির সঞ্চালনায় অনুষ্ঠানে একুশে পদকপ্রাপ্ত শিক্ষাবিদ ড. অনুপম সেন, সাংসদ এবিএম ফজলে করিম চৌধুরী, আবু রেজা মুহাম্মদ নেজামউদ্দিন নদভী, কুজেন্দ্রলাল ত্রিপুরা, ওয়াসিকা আয়শা খান ও খাদিজাতুল আনোয়ার সনি, চট্টগ্রামের বিভাগীয় কমিশনার আব্দুল মান্নান, এডেভােকট রানা দাশগুপ্ত, চবি উপাচার্য ড. শিরীণ আখতার, চট্টগ্রাম জেলা পরিষদের চেয়ারম্যান এম এ সালাম, সিডিএ চেয়ারম্যান জহিরুল আলম দোভাষ, নগর বিএনপির সভাপতি ডা. শাহাদাত হোসেন, কক্সবাজার জেলা পরিষদের চেয়ারম্যান মোস্তাক আহমেদ,তাপস হোড়,অধ্যাপক প্রিয়োতষ শর্মা চন্দন,চঞ্চল দাশগুপ্ত প্রমুখ উপস্থিত ছিলেন।
Posted ৫:২৮ অপরাহ্ণ | সোমবার, ২৭ জানুয়ারি ২০২০
coxbangla.com | Chanchal Chy