কক্সবাংলা ডটকম(১০ডিসেম্বর) :: বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন(বিটিআরসি) সকল ইন্টারনেট সরবরাহকারী প্রতিষ্ঠান এবং আন্তর্জাতিক ইন্টারনেট গেটওয়েকে (আইআইজি) ৫৮টি সাইট বন্ধের নির্দেশ দেওয়া হলে পরে আবার ৪টিকে চালু করে ৫৪টিকে বন্ধের নির্দেশ দেয়া হয়েছে। এর মধ্যে অধিকাংশই অনলাইন নিউজ সাইট।
বিটিআরসি আইআইজিকে একটি চিঠির মাধ্যমে এই নির্দেশনা দিয়েছে।
এরমধ্যে রাইজিংবিডি, প্রিয়, পরিবর্তন, ঢাকাটাইমস এই চারটিকে আবারও চালুর নির্দেশ দিয়েছে বিটিআরসি।
বাংলাদেশে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার অ্যাসোসিয়েশনের সেক্রেটারি জেনারেল ইমদাদুল হক জানিয়েছেন, রোববার সন্ধ্যায় তারা এই নির্দেশনা পেয়েছেন এবং সেসব বাস্তবায়ন করতে পদক্ষেপ নেওয়াও শুরু হয়ে গেছে।
বিটিআরসির পক্ষ থেকে যেসব সাইট বন্ধ করে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে সেগুলো হলো:
www.justnewsbd.com/
www.bdpolitico.com/
www.newsbd71.com/
www.pagenews24.com/
www.reportbd24.com/
www.rarenews24.com/
www.bnpnews24.com/
www.prothombangladesh.net/
www.dailyamardesh.xyz/
www.dnn.news/
www.razniti24.com/
www.rbn24.co.uk/
www.sangbad247.com/
www.deshbhabona.com/
www.amardesh247.com/
www.analysisbd.com/
www.awaazbd.com/
www.badrul.org/
www.bnponlinewing.com/
www.en.bnpbangladesh.com/
www.bnpbangladesh.com/
www.bnponlinewing.com/
www.banglamail71.info/
www.atv24bd.com/
Posted ২:১১ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ১১ ডিসেম্বর ২০১৮
coxbangla.com | Chanchal Chy