কক্সবাংলা ডটকম(৩ জানুয়ারি) ::কোভিডের অতিমারির পাঁচ বছরের মধ্যেই ফের চোখ রাঙাচ্ছে নতুন এক রহস্যময় ভাইরাস। ইতিমধ্যেই, চিনের বেশ কিছু জায়গায় বেড়ে চলেছে এই ভাইরাসের প্রকোপ।
নতুন এই ভাইরাসের নাম রাখা হয়েছে হিউম্যান মেটানিউমভাইরাস, যা চিনের বেশ কিছু জায়গায় রীতিমত ভয় ধরাচ্ছে।
তবে, এখনও চিন সরকার বা বিশ্ব স্বাস্থ্য সংস্থা কারোর পক্ষ থেকেই কোনও ধরনের সতর্কতা জারি করা হয়নি।
এই বিষয় ডাক্তাররা জানাচ্ছেন, এটি নতুন কোনও ভাইরাস নয়। তবে, এই ভাইরাসের নতুন কোনও ভ্যারিয়েন্ট আসেনি।
বাংলাদেশে কোনও প্রকোপ রয়েছে?
ইনফ্লুয়েঞ্জা-সহ শ্বাসকষ্টজনিত রোগের সমস্যা নিয়ে গত দুমাস ধরে রোগীর সংখ্যা বাড়লেও এখনই কোনও ধরনের ভয়ের সম্ভাবনা নেই।
তবে কিছু বিষয়ে সাবধান করছেন ডাক্তাররা।
যদি আপনার সিওপিডি বা হাঁপানি থাকে তবে এই ভাইরাসে আক্রান্ত থাকলে তা আপনার ফুসফুসে আরও বেশি প্রভাব ফেলবে।
তাই এই সময় পরিশ্রমজনক কোনও কাজ এড়িয়ে চলুন। পারলে সম্পূর্ণ বিশ্রামে থাকুন।
এই ভাইরাস মূলত শ্বাসকষ্টজনিত রোগ তাই এই রোগের ফলে হাঁপানি-সহ একাধিক সমস্যার সম্মুখীন হতে হয় বলে জানাচ্ছেন ডাক্তাররা।
Posted ১২:৩৯ পূর্বাহ্ণ | শনিবার, ০৪ জানুয়ারি ২০২৫
coxbangla.com | Chanchal Das Gupta