কক্সবাংলা ডটকম(২৫ জুলাই) :: সংক্ষিপ্ত ও তীব্র যুদ্ধের জন্য অত্যাধুনিক কপ্টার পেতে চলেছে ভারতীয় বিমান বাহিনী৷ আগামী বছরের শুরু থেকে ধাপে ধাপে মোট ২২টি অত্যাধুনিক অ্যাপাচে কপ্টার বিমান বাহিনীকে হস্তান্তরিত করবে বোয়িং৷ এই কপ্টারগুলি চিন সীমান্তে ব্যবহার করা হবে বলে জানা গিয়েছে৷
ডোকলামে ভারত-চিন উত্তেজনার মধ্যে কিছু দিন আগে লোকসভায় ক্যাগের একটি রিপোর্ট প্রকাশ হয়৷ তাতে বলা হয় এই মুহুর্তে ভারতীয় বাহিনীর কাছে ১০ দিন চালিয়ে যাওয়ার মতো অস্র মজুত নেই৷ রিপোর্ট প্রকাশ হতেই শোরগোল পরে যায়৷ এই পরিস্থতির মধ্যে কেন্দ্রীয় সরকার ‘তাৎক্ষণিক তীব্র যুদ্ধের’ জন্য ভারতীয় বিমান বাহিনীকে জরুরি ভিত্তিতে বিমান ও অন্যান্য অস্র সরবরাহ করার অনুমতি দেয়৷
ভারতীয় বিমান বাহিনীর কাছে রাশিয়ার প্রযুক্তিতে তৈরি এমআই-২৫ ও এমআই-৩৫ এই দুটি কপ্টার আছে৷ এই কপ্টার কেবলমাত্র সেনাদের এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়ার কাজে ব্যবহার করা হয়৷ বর্তমানে কপ্টার দুটির কার্যক্ষমতা প্রায় শেষ৷
অন্যদিকে যুদ্ধ ক্ষেত্রে ব্যবহার করা যায় এমনভাবেই তৈরি অ্যাপাচে কপ্টার৷ এই প্রথম ভারতীয় বাহিনী পুরোদস্তুর ‘যুদ্ধ-কপ্টার’ পেতে চলেছে৷ ভারতীয় বিমান বাহিনীকে কপ্টারগুলি রাখার জন্য হেলিপ্যাড সহ অন্যান্য পরিকাঠামো তৈরি করতে বলা হয়েছে৷
Posted ২:২৯ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ২৫ জুলাই ২০১৭
coxbangla.com | Chanchal Chy