কক্সবাংলা ডটকম(১৮ ডিসেম্বর) :: পশ্চিম প্রশান্ত মহাসাগরে চীনের সামরিক অবস্থানের বিপরীতে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীকে সহায়তায় আগামী পাঁচ বছরে উন্নত মানের যুদ্ধবিমানসহ দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ও অন্যান্য সমরাস্ত্র কিনতে যাচ্ছে জাপান। সরকারের দুটি প্রতিরক্ষা প্রতিবেদনে তথ্যটি উঠে এসেছে। খবর রয়টার্স।
প্রতিরক্ষা পরিকল্পনার অংশ হিসেবে যুক্তরাষ্ট্রের অস্ত্র নির্মাতা কোম্পানি লকহিড মার্টিন থেকে ৪০০ কোটি ডলারের বিনিময়ে ৪৫টি এফ-৩৫ স্টিলথ যুদ্ধবিমান কিনতে যাচ্ছে জাপান।
চীনের সামরিক প্রস্তুতি ও রাশিয়ার উত্থানে যুক্তরাষ্ট্রের এ মিত্রদেশটিকে প্রতিরক্ষা নিয়ে নতুন করে ভাবতে হচ্ছে।
মঙ্গলবার সরকারের ১০ বছর মেয়াদি প্রতিরক্ষা কর্মসূচি অনুমোদন করে প্রধানমন্ত্রী শিনজো আবে বলেন, ‘যুক্তরাষ্ট্র এখনো বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর রাষ্ট্র হলেও বিভিন্ন দেশের মধ্যে বিরোধ দানা বাঁধছে। আঞ্চলিক শৃঙ্খলার হুমকি হিসেবে চীন ও রাশিয়ার সঙ্গে কৌশলগত প্রতিদ্বন্দ্বিতার গুরুত্বকে আমরা স্বীকার করছি।’
যুক্তরাষ্ট্রের পর চীন, উত্তর কোরিয়া ও রাশিয়ার সামরিক হুমকি জাপানের সাম্প্রতিক সামরিক প্রস্তুতিকে প্রভাবিত করেছে বলে প্রতিরক্ষা প্রতিবেদনে বলা হয়। জাপানের নিকটবর্তী জলসীমায় জাহাজ ও হেলিকপ্টার টহল বাড়িয়েছে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতি চীন।
অন্যদিকে পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচি বন্ধের প্রতিশ্রুতি এখনো পূরণ করেনি উত্তর কোরিয়া।
এদিকে বেইজিংয়ে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হুয়া চুনিয়াং বলেন, জাপান তার ‘পুরনো গানই গাইছে’ এবং চীনের স্বাভাবিক প্রতিরক্ষা কর্মসূচি নিয়ে হঠকারী মন্তব্য করছে।
Posted ৩:৩৯ পূর্বাহ্ণ | বুধবার, ১৯ ডিসেম্বর ২০১৮
coxbangla.com | Chanchal Chy