কক্সবাংলা ডটকম :: চ্যাম্পিয়নস লিগে উত্তেজনাপূর্ণ ম্যাচে ম্যানসিটিকে বিদায় দিয়ে ফাইনালে উঠল রিয়াল মাদ্রিদ।
বুধবার রাতে চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে ৯০ মিনিটের আগ পর্যন্ত স্কোর লাইন ছিল এমন- ম্যানচেস্টার সিটি ১,রিয়াল মাদ্রিদ শূন্য।
অতিরিক্ত সময় যোগ হলেও দুই গোলের অগ্রগামিতায় ম্যানসিটি ধরেই নিচ্ছিল ফাইনালের টিকিট বুঝি নিশ্চিত! কিন্তু প্রতিপক্ষটা রিয়াল মাদ্রিদ।
চ্যাম্পিয়নস লিগ এলেই যারা অদম্য মনোবলে লড়ে যায় শেষ পর্যন্ত। যাদের পিছিয়ে পড়া জন্ম দেয় নাটকীয়তার।
৯০ মিনিটে একটি গোলের পর অতিরিক্ত সময়েই দ্বিতীয় গোল আদায় করে অবিশ্বাস্য এক ম্যাচের জন্ম দিয়েছে তারা।
দুই লেগ মিলে স্কোরে সমতা চলে আসায় ম্যাচ চলে যায় এক্সট্রা টাইমে। আর সেখানেই অবিশ্বাস্যভাবে পাশার দান বদলে দিয়েছে স্প্যানিশ জায়ান্টরা।অবশ্য অবিশ্বাস্য বললেও ভুল হবে।
এবারের টুর্নামেন্টে ঠিক এভাবেই যে নিজেদের মুন্সিয়ানা দেখালো লস ব্লাঙ্কোস।
বার বার পিছিয়ে পড়লেও শেষ মুহূর্তে বদলে দিচ্ছে ম্যাচের ভাগ্য। তাতে বার্নাব্যুর ফিরতি লেগটা ৩ এক গোলে জিতে ফাইনালে পা রাখলো কার্লো আনচেলত্তির দল। দুই লেগ মিলে রিয়াল জিতল ৬ পাঁচ গোলে ।
আর ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যানসিটি ক্লাবটিকে শেষ পর্যন্ত পুড়তে হয় রাজ্যের হতাশায়।
ইউরোপের সর্বোচ্চ ক্লাব আসরের সফলতম দল রিয়াল মাদ্রিদ ফাইনালে মোকাবিলা করবে লিভারপুলকে।
আগামী ২৯ মে শিরোপা নির্ধারনী ম্যাচটি অনুষ্ঠিত হবে ফ্রান্সের প্যারিসে।
Posted ৫:০১ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ০৫ মে ২০২২
coxbangla.com | Chanchal Chy