কক্সবাংলা ডটকম(৮ জুন) :: চ্যাম্পিয়ন্স ট্রফিতে টিকে থাকল পাকিস্তান৷ চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে ১২৪ রানের বিশাল ব্যবধানে হেরে মিশন শুরু করে পাকিস্তান। এদিন দক্ষিণ আফ্রিকার কাছে হারলেই চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে ছুটি হয়ে যেত পাকিস্তানের৷কারণ প্রথম ম্যাচে ভারতের কাছে ১২৪ রানে হারে তারা৷অন্য দিকে প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে হারিয়েছিল দক্ষিণ আফ্রিকা৷
বুধবার এজবাস্টনে বৃষ্টিবিঘ্নিত ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে ডাকওয়ার্থ লুইস নিয়মে ১৯ রানে হারাল সরফরাজ অ্যান্ড কোং৷ এই জয়ের ফলে মিনি বিশ্বকাপের শেষ চারে ওঠার আশাও জিইয়ে রাখল পাক দল৷
দক্ষিণ আফ্রিকার দেওয়া ২২০ তাড়া করতে নেমে শুরুতেই জোড়া উইকেট হারিয়ে চাপে পড়ে পাকিস্তান৷ দুই ওপেনারই ফিরে যান ৪১ রানের মধ্যে৷ এরপর ইনিংসের হাল ধরেন বাবর আজম৷২৭ ওভারে পাকিস্তানের রান যখন ৩ উইকেটে ১১৯, তখন বৃষ্টির জন্য খেলা বন্ধ হয়ে যায়৷
ডাকওয়ার্থ লুইস নিয়ম অনুযায়ী, পাকিস্তান ১৯ রানে এগিয়ে ছিল৷ এরপর খেলা না হওয়ায় পাকিস্তানই জিতে যায়৷ এদিন টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় প্রোটিয়া ক্যাপ্টেন এবি ডি’ভিলিয়ার্স৷ শুরুটা মন্দ হয়নি সোনার দেশের৷ আমলা ও ডি’কক প্রথম উইকেটে ৪০ যোগ করেন৷ এরপর আমলা আউট হওয়ার পর থেকেই ধস নামে দক্ষিণ আফ্রিকার মিডল অর্ডারে৷
চূড়ান্ত ব্যর্থ ‘সুপারম্যান’ এবি৷ শেষ পর্যন্ত ডেভিল মিলারের(১০৪ বলে ৭৫ অপরাজিত) চরিত্র বিরোধী ইনিংসে দু’শো পোরোয় ডি’ভিলিয়ার্সরা৷ তাঁকে সঙ্গত দেন ক্রিস মরিস ও কাগিসো রাবাদা৷ ৫০ এভারে ৮ উইকেটে ২১৯ রান করে দক্ষিণ আফ্রিকা৷ পাকিস্তানের পক্ষে হাসান আলি তিনটি উইকেট নেন৷জুনেদ খান ও ইমাদ ওয়াসিম পেয়েছেন দুটি করে উইকেট৷
Posted ৩:০৭ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ০৮ জুন ২০১৭
coxbangla.com | Chanchal Chy