কক্সবাংলা ডটকম(১৭ ডিসেম্বর) :: এ দুই দল ফাইনালে প্রতিদ্বন্দ্বিতা করলেও অবাক হওয়ার কিছু ছিল না। কিন্তু বাস্তবতা এমন যে, কোয়ার্টার ফাইনালের আগেই একটা দলের মিশন শেষ হয়ে যাবে। চলতি চ্যাম্পিয়ন্স লিগে নকআউট পর্বের শুরুতেই মুখোমুখি হচ্ছে রিয়াল মাদ্রিদ ও ম্যানচেস্টার সিটি। ১৭ ডিসেম্বর সুইজ্যারল্যান্ডের নিয়নে অনুষ্ঠিত হয়েছে চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর ড্র।
মূলত নকআউট পর্ব থেকেই শুরু হয় চ্যাম্পিয়ন্স লিগের মূল লড়াই। বেশ কয়েকটি বড় দল গ্রুপ পর্বে দ্বিতীয় স্থান পাওয়ায় প্রিকোয়ার্টার থেকেই পাওয়া যাচ্ছে তীব্র প্রতিদ্বন্দ্বিতার আভাস। রিয়াল ছাড়াও দ্বিতীয় স্থান নিয়ে গ্রুপ পর্ব শেষ করেছে বরুশিয়া ডর্টমুন্ড, চেলসি, গতবারের রানার্সআপ টটেনহাম হটস্পার ও অ্যাতলেটিকো মাদ্রিদের মতো দল। তাই গ্রুপ পর্বে শীর্ষস্থান পাওয়ার পরও শেষ ষোলোর শুরুতেই কঠিন লড়াইয়ে নামতে হচ্ছে জায়ান্টদেরও।
শেষ ষোলোর দ্বৈরথে গতবারের চ্যাম্পিয়ন ও গ্রুপ পর্বে শীর্ষস্থান পাওয়া লিভারপুলের প্রতিপক্ষ অ্যাতলেটিকো। এবারের আসরে এখন পর্যন্ত একমাত্র দল হিসেবে গ্রুপ পর্বে সবগুলো ম্যাচে জয় পাওয়া বায়ার্ন মিউনিখকে খেলতে হবে ইংলিশ জায়ান্ট চেলসির বিপক্ষে। গ্রুপ পর্বে পাঁচ জয় ও এক ড্র নিয়ে অপরাজিত থাকা পিএসজিকেও দিতে হতে পারে শক্ত পরীক্ষা। কেননা শেষ আটে ওঠার পথে তাদের প্রতিপক্ষ জার্মান দল বরুশিয়া ডর্টমুন্ড।
শক্ত পাল্লায় পড়তে হচ্ছে লিওনেল মেসির বার্সেলোনাকেও। শেষ ষোলোর যুদ্ধে বার্সা দ্বৈরথে নামবে ন্যাপোলির। খুব বড় অর্জন না থাকলেও জায়ান্ট কিলার হিসেবে বিশেষ খ্যাতি আছে একসময়ের দিয়েগো ম্যারাডোনার এ ক্লাবটির। তুলনামূলকভাবে সহজ প্রতিপক্ষ পেয়েছে ক্রিস্টিয়ান রোনালদোর জুভেন্টাস। শেষ আটের লড়াইয়ে তাদের প্রতিদ্বন্দ্বী অলিম্পিক লিওঁ।
ড্রতে বোধকরি ভাগ্যদেবী সবচেয়ে পক্ষপাত করেছে গতবারের রানার্সআপ টটেনহামকে। গ্রুপ পর্বে দ্বিতীয় স্থান পেলেও বেশ সহজ প্রতিপক্ষ পেয়েছে তারা। শেষ আটে ওঠার যুদ্ধে স্পার্সরা খেলবে লিপজিগের বিপক্ষে। শীর্ষস্থান নিয়ে গ্রুপ পর্ব শেষ করেছে লিপজিগ। তবে খুব বড় বাধার সম্মুখীন হতে হচ্ছে না স্প্যানিশ দল ভ্যালেন্সিয়াকেও। কোয়ার্টার ফাইনালের পথে তাদের বাধা ইতালিয়ান ক্লাব আটলান্টা।
চেলসিকে সামনে পেয়ে ভীষণভাবে উদ্দীপ্ত বায়ার্ন গোলরক্ষক ম্যানুয়েল নয়্যার। বলেছেন, ‘চেলসি খুবই বিপজ্জনক দল। আমাদের সতর্ক থাকতে হবে। তবে আমরা শেষ আটে খেলতে চাই।’
উল্লেখ্য, ২০১২ সালের চ্যাম্পিয়ন্স লিগে ফাইনালে চেলসির কাছে টাইব্রেকারে হেরে রানার্সআপ ট্রফি নিয়েই সন্তুষ্ট থাকতে হয়েছিল বায়ার্নকে। রিয়ালের বিপক্ষে দারুণ একটা ম্যাচ উপহার দেয়ার প্রতিশ্রুতি দিয়েছেন ম্যানসিটি কোচ পেপ গার্দিওলা। তার কথায়, আমরা পরস্পরকে খুব ভালোভাবে জানি। রিয়ালের প্রতি আমার অনেক শ্রদ্ধা আছে। আশা করছি দুর্দান্ত একটা ম্যাচ আমরা উপহার দিতে পারব।’ রিয়ালের সঙ্গে গার্দিওলার প্রতিদ্বন্দ্বিতা অনেক পুরনো। বার্সা-রিয়াল প্রতিদ্বন্দ্বিতার সঙ্গে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে আছেন তিনি। ২০০৮ থেকে ২০১২ পর্যন্ত বার্সার কোচ হিসেবে দায়িত্ব পালন করেন গার্দিওলা। তিন মৌসুম ধরে ম্যানসিটির কোচ হিসেবে আছেন তিনি।
চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোয় প্রথম লেগের ম্যাচগুলো হবে ১৮-১৯ ও ২৫-২৬ ফেব্রুয়ারি। দ্বিতীয় লেগের খেলাগুলো হবে যথাক্রমে ১০, ১১, ১৭ ও ১৮ মার্চ।
Posted ২:০৯ পূর্বাহ্ণ | বুধবার, ১৮ ডিসেম্বর ২০১৯
coxbangla.com | Chanchal Chy