কক্সবাংলা ডটকম :: লিভারপুলকে ৩-১ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগে সেমি-ফাইনালের পথে এগিয়ে গেল রিয়াল মাদ্রিদ। আলফ্রেদো দি স্তেফানো স্টেডিয়ামে মঙ্গলবার রাতে কোয়ার্টার-ফাইনালের প্রথম লেগে ৩-১ গোলে জিতেছে প্রতিযোগিতার রেকর্ড চ্যাম্পিয়নরা।রিয়ালের পক্ষে ২৭ ও ৬৫ মিনিটে ভিনিসিউস করেন দুটি গোল।৩৪ মিনিটে তৃতীয় গোলটি করেন আসেনসিও।আর লিভারপুল এর পক্ষে ৫১তম মিনিটে ব্যবধান কমায় মিশরীয় সালাহ।
অপর ম্যাচে বরুশিয়া ডর্টমুন্ডকে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগের সেমি-ফাইনালে ওঠার পথে কিছুটা এগিয়ে রইল ম্যানচেস্টার সিটি। ইতিহাদ স্টেডিয়ামে মঙ্গলবার রাতে কোয়ার্টার-ফাইনালের প্রথম লেগে ২-১ গোলে জিতেছে পেপ গুয়ার্দিওলার দল। কেভিন ডে ব্রুইনের গোলে স্বাগতিকরা এগিয়ে যাওয়ার পর সমতা টানেন মার্কো রয়েস। জয়সূচক গোলটি করেন ফোডেন।
Posted ৩:২৫ পূর্বাহ্ণ | বুধবার, ০৭ এপ্রিল ২০২১
coxbangla.com | Chanchal Chy