কক্সবাংলা ডটকম :: চ্যাম্পিয়ান্স লীগে মঙ্গলবার রাতের গুরুত্বপূর্ণ খেলায় জয় পেয়েছে পিএসজি,জুভেন্টাস,চেলসি,ম্যানইউ ও বার্সেলোনা।
মঙ্গলবার মেসিকে চারাই মাঠে নেমেও একহালি গোল দিয়ে নকআউট পর্ব নিশ্চিত করেছে বার্সেলোনা। দিনামোর মাঠে মারটিন ব্রেইথওয়েট জোড়া গোল করে। অন্য দুইটি গোল করে দেস্ত ও অঁতোয়ান গ্রিজমান।
গ্রুপের অপর ম্যাচে ফেরেন্সভারোসের কাছে পিছিয়ে পরেও ২-১ গোলে জয়ে নকআউট পর্ব নিশ্চিত করে রোনালদোর ইউভেন্তুস। গোল করে রোনাল্ডো ও মোরাটা।
এছাড়াও গ্রুপ এইচ-এ ম্যানচেস্টার ইউনাইটেড এবং পিএসজি, গ্রুপ গ্রুপ ই-তে চেলসি ও সেভিয়ার জয়ে নকআউট পর্ব নিশ্চিত হয়। ইউনাইটেড এর হয়ে দুইটি গোল করে ফারনান্ডেজ এবং একটি করে গোল করে ড্যানিয়াল জেমস ও রাশফর্দ।
এছাড়াও গ্রুপ এফ-এ ক্লাব ব্রুগকে ৩-০ গোলে ডর্টমন্ড এবং জেনিটকে ৩-১ গোলে পরাজিত করে ইটালিয়ান ক্লাব লাজিও।
Posted ৪:০৭ পূর্বাহ্ণ | বুধবার, ২৫ নভেম্বর ২০২০
coxbangla.com | Chanchal Chy