কক্সবাংলা ডটকম(২ জানুয়ারি) :: দিনশেষে রাতে আরামের ঘুমের কারণে বেশ ব্যয় করেই ম্যাট্রেস কিনেছেন। কিন্তু সেই ম্যাট্রেসেই যদি বাসা বাঁধে ছারপোকা, তবে ঘুম হারাম। একটি সহজ ও ঘরোয়া পদ্ধতি অবলম্বন করলে আপনি ছারপোকা থেকে রেহাই পেতে পারেন।
প্রথমে একটি মিশ্রণ তৈরি করে নিতে হবে। এর জন্য যা প্রয়োজন-
প্রস্তুতি
বেকিং সোডা ও লেভেন্ডার জগে দিয়ে খুব ভালো করে ঝাঁকাতে হবে। মিশ্রণটি তৈরি হওয়ার পর চালনিটি দিয়ে ম্যাট্রেসের উপরিভাগে এক ঘন্টা সময় নিয়ে ঐ উপকরণগুলো ছিটিয়ে দিন। সময় দিন যেন ম্যাট্রেসের চারপাশে ঐ মিশ্রণ পৌঁছে যেতে পারে। এরপর ভ্যাকুয়াম ক্লিনার দিয়ে ম্যাট্রেসে ছিটানো উপকরণগুলো পরিষ্কার করে ফেলুন। ছারপোকা দূর হয়ে যাবে। তবে আপনার ম্যাট্রেসটি যদি ৭-৮ বছর পুরনো হয়, তাহলে সেটি বাদ দিয়ে নতুন ম্যাট্রেস কেনাই ভালো।
তথ্যসূত্র: ইনস্টিকস
Posted ৫:৫৭ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০৩ জানুয়ারি ২০১৯
coxbangla.com | Chanchal Chy