প্রেস বিজ্ঞপ্তি :: বঙ্গবন্ধুর ভাস্কর্য নির্মাণে বিরোধিতার নামে মৌলবাদী ও ধর্মান্ধ গোষ্ঠীর দ্বারা জনমনে বিভ্রান্তি ছড়ানোর প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে কক্সবাজার জেলা যুবলীগ।
বিক্ষোভ মিছিল শেষে বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, যারা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য নিয়ে ধৃস্টতা দেখাবে, বাংলাদেশ আওয়ামী যুবলীগ এই বাংলার মাটিতে তাদেরকে প্রতিহত করবে।
মঙ্গলবার (১ ডিসেম্বর) বিকেলে শহিদ মিনার চত্ত¡র থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় শহিদ মিনার চত্ত¡রে এসে বিক্ষোভ সমাবেশ অনুুষ্ঠিত হয়েছে।
উক্ত বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন, জেলাযুবলীগের সাধারণ সম্পাদক শহিদুল হক সোহেল, জেলা যুবলীগ নেতা হুমায়ুন কবির হিমু, সরুপম পাল পাঞ্জু, বেন্টু দাশ, ইসমাইল সিআইপি, পৌর যুবলীগের যুগ্ন-আহবায়কসাহেদ মো: এমরান।
এতে উপস্থিত ছিলেন-যুবলীগ নেতা, সিরাজ খান, এড. শামশু, ইমরুল কায়েস,জসিম উদ্দিন হেলাল, মমতাজ আহমদ,ইসমাইল সাজ্জাদ,আনোয়ার করিম, এম. ফিরোজ উদ্দিন খোকা, নাসির সিকদার, নুরুল আলম, মুহাম্মদ ফারুক,নবী হোসেন, সাজ্জাদ পারভেজ নয়ন,মোনাফ সিকদার, এখলাস, এহছানুল হক, আব্দুল সালাম ভেট্টো, নজরুল, মোস্তাক,জসিম উদ্দিন আকাশ, এরশাদ, সোহেল আরমান, মামুন, পারভেজ, গফুর, এনাম, আনোয়ার, সাদ্দাম প্রমুখ অসংখ্যা নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
Posted ১২:৪০ পূর্বাহ্ণ | বুধবার, ০২ ডিসেম্বর ২০২০
coxbangla.com | Chanchal Chy