কক্সবাংলা ডটকম(৩০ নভেম্বর) :: টানা ৩৫টি ম্যাচ জিতে বিশ্বকাপ অভিযান শুরু করেছিলেন মেসিরা। কিন্তু প্রথম ম্যাচেই অপেক্ষাকৃত দুর্বল প্রতিপক্ষ সৌদি আরবের বিরুদ্ধে ম্যাচ হেরে বিপাকে পড়ে আর্জেন্টিনা। পরের ম্যাচ মেক্সিকোর বিরুদ্ধে জিতে প্রবলভাবে ফিরে এলেও শেষ ম্যাচের ফলাফলের উপর নির্ভৎ করবে তাদের পরবর্তী রাউন্ডে উত্তরণ।
বুধবার রাতেই সেই ম্যাচের অপেক্ষায় প্রহর গুণছে বিশ্বের ফুটবল প্রেমীরা। কখনও তাদের প্রিয় দল মাঠে নামবে। শেষ ম্যাচে পোল্যান্ডকে উড়িয়ে দিয়ে বিশ্বকাপের শেষ ষোলোয় পৌঁছে যাবে। হ্যাঁ, জিতলে তো কথাই নেই। সরাসরি কাতার বিশ্বকাপে সি গ্রুপের সেরা দল হয়ে পরবর্তী রাউন্ডে পৌঁছে যাবেন মেসিরা।
বিশ্বকাপের গ্রুপ পর্বের তৃতীয় অর্থাৎ শেষ রাউন্ডের খেলা শেষেই চূড়ান্ত হয়ে যাবে শেষ ১৬। বুধবার গ্রুপ সি ও ডি-র মোট চারটি ম্যাচ। প্রি-কোয়ার্টারে পৌঁছতে মাঠে নামছে হট ফেভারিট আর্জেন্টিনা। গ্রুপের জটিল সমীকরণে পোল্যান্ডকে হারতে হবে মেসিদের। না হলে তাকিয়ে থাকতে হবে অন্য ম্যাচের ফলাফলের দিকে। গ্রুপ টপ করতে মাঠে নামবে ফ্রান্স। নকআউটের আশায় অস্ট্রেলিয়া, ডেনমার্ক, সৌদি।
একসঙ্গে নির্ধারণ হতে চলেছে আর্জেন্টিনা, পোল্যান্ড, সৌদি, মেক্সিকো, অস্ট্রেলিয়ার বিশ্বকাপ ভাগ্য। গ্রুপ সি ও ডি-র মোট চারটি ম্যাচ বুধবার রাতে। এই দুই গ্রুপ থেকে কোন কোন দল শেষ ১৬-তে উঠবে? দুটি গ্রুপের সমীকরণ কী বলছে? কোন দল অ্যাডভান্টেজে দাঁড়িয়ে?
বুধবার রাত সাড়ে ১২টায় সব থেকে হাইভোল্টেজ ম্যাচ। কার্যত মাস্ট উইন ম্যাচে পোল্যান্ডের সামনে মেসিরা। গ্রুপ সি থেকে প্রি কোয়ার্টারে ওঠার লড়াইয়ে ৪ দলই দাবিদার। ২ ম্যাচে ৪ পয়েন্ট লেওয়ানডস্কিদের। মেসিদের বিরুদ্ধে ১ পয়েন্ট পেলেও পোল্যান্ডের সুযোগ থাকছে নকআউটে ওঠার। জিতলে তো গ্রুপ টপ নিশ্চিত। এমনকি হেরে গেলেও একটা সুযোগ থাকবে। তবে সে ক্ষেত্রে সৌদি-মেক্সিকো ম্যাচ ড্র হতে হবে। আর দেখতে হবে গোলপার্থক্যে যেন সৌদিরা টপকে না যায়। তবে পোল্যান্ডের বিরুদ্ধে মেসিদের জিততে হবে। কারণ একই সময় শুরু হওয়া সৌদি আরব-মেক্সিকো দুই দলের সামনেই কমবেশি সুযোগ রয়েছে। সৌদি জিতলে ৬ পয়েন্টে পৌঁছবে।
মেক্সিকো জিতলে ৪ পয়েন্ট হবে। মেসিরা সরাসরি জিতলে গ্রুপ টপ করবে। ড্র করলে কঠিন হবে সমীকরণ। ছিটকে যাওয়ার সম্ভাবনাও থাকছে। তাই ড্র নয়, পোল্যান্ডের বিরুদ্ধে জয় পেতেই হবে মেসিদের।অন্যদিকে গ্রু ডি-এর সমীকরণ এতটা জটিল নয়। ২ ম্যাচ জিতে নক আউটে পৌঁছে গিয়েছে গতবারের বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স। দুর্বল তিউনিশিয়ার বিরুদ্ধে জিতে গ্রুপ টপ করাই লক্ষ্য এমবাপেদের। তবে গ্রুপের দ্বিতীয় দল কোনটি হবে তা নিয়ে জটিল অঙ্ক রয়েছে।
তিউনিশিয়া যদি অঘটন ঘটাতে পারে ফ্রান্সের বিরুদ্ধে, তাহলে দ্বিতীয় দল নিয়ে সমীকরণ জমে যাবে। ফ্রান্সের পর গ্রুপ থেকে অস্ট্রেলিয়ার সামনে সুযোগ রয়েছে প্রি-কোয়ার্টারে ওঠার। গ্রুপের শেষ ম্যাচে ডেনমার্ককে হারতে পারলে সহজেই নকআউটে উঠে যাবে অজিরা। ড্র হলেও অ্যাডভান্টেজ অস্ট্রেলিয়ার। তবে ডেনমার্ক জিতলে তারা উঠে যেতে পারে শেষ ১৬-তে। তিউনিশিয়া ফ্রান্সকে হারালে তাদের সামনে সুযোগও রয়েছে। সে ক্ষেত্রে অস্ট্রেলিয়া-ডেনমার্ক ম্যাচ ড্র হতে হবে। আর তিউনিশিয়াকে বেশি গোলে ফ্রান্সকে হারাতে হবে। যা কার্যত অসম্ভব বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। এই গ্রুপের জোড়া ম্যাচ রাত সাড়ে আটটায়।
মেসিরা যদি পোল্যান্ডের বিরুদ্ধে মেসিরা হেরে যান, তাহলে বিশ্বকাপ থেকে বিদায় হয়ে যাবে তাঁদের। সেটা হবে এই বিশ্বকাপের সবথেকে বড় অঘটন। কারণ এবার বিশ্বকাপের অন্যতম দাবিদার ছিলেন মেসিরা। তবে অঙ্ক বলছে, পোল্যান্ডের বিরুদ্ধে হারলে চলবে না, তবে না জিতেও বিশ্বকাপের প্রি কোয়ার্টার ফাইনালে যেতে পারে আর্জেন্টিনা।
সেক্ষেত্রে অন্য ম্যাচের ফলাফলের উপর নির্ভর করতে হবে তাদের। বুধবার একই সময়ে সি গ্রুপের দুটি ম্যাচ। এদিন রাত সাড়ে ১২টায় আর্জেন্টিনা মুখোমুখি হবে পোল্যান্ডের আর মেক্সিকো মুখোমুখি হবে সৌদি আরবের। আর্জেন্টিনা বনাম পোল্যান্ড ম্যাচ যদি ড্র হয় সেক্ষেত্রে সৌদি আরব যদি হারে বা ড্র করে মেক্সিকোর সঙ্গে সেক্ষেত্রে পোল্যান্ডের সঙ্গে আর্জেন্টিনা যাবে দ্বিতীয় রাউন্ডে। তখন পোল্যান্ডের পয়েন্ট দাঁড়াবে ৫ আর আর্জেন্টিনা, মেক্সিকো বা সৌদি আরবের পয়েন্ট দাঁড়াবে সর্বোচ্চ ৪। আর্জেন্টিনা গোল পার্থক্যে পৌঁছে যাবে প্রি-কোয়ার্টারে।
কিন্তু আর্জেন্টিনা-পোল্যান্ড ম্যাচ ড্র হল আর সৌদি আরব জিতে গেল, তাহলে আর্জেন্টিনা ছিটকে যাবে এবারের বিশ্বকাপ থেকে। বর্তমানে পোল্যান্ড চার পয়েন্ট নিয়ে গ্রুপ শীর্ষে রয়েছে। তারাও ছিটকে যেতে পারে এবারের বিশ্বকাপ থেকে। আর্জেন্টিনার কাছে হারলেও তাঁদের সম্ভাবনা রয়েছে। সেক্ষেত্রে যদি সৌদি আরব হারিয়ে দেয় মেক্সিকোকে, তাহলে পোল্যান্ডের বিদায় ঘণ্টা বেজে যাবে। মেক্সিকো জিতলে বা সৌদির সঙ্গে ড্র করলে আর্জেন্টিনার কাছে ২ গোলে হারলও পোল্যান্ড যাবে প্রি-কোয়ার্টারে।
মেক্সিকো যদি সৌদিকে হারিয়ে দেয় আর পোল্যান্ডের ড্র করে আর্জেন্টিনা, তাহলে গোলের ব্যবধানের উপর নির্ভর করবে মেসিদের ভাগ্য। মেক্সিকোকে সেক্ষেত্রে বড় ব্যবধানে জিততে হবে। অন্তত চার গোলে জিততে হবে ম্যাচ। কারণ মেক্সিকোর গোলের ব্যবধান মাইনাস ২ আর আর্জেন্টিনার গোলের ব্যবধান প্লাস ১।
আর সৌদি যদি জিতে যায় আর আর্জেন্টিনাও জিতে যায় তাহলে উভয়ে পরবর্তী রাউন্ডে যাবে। আর সৌদি মেক্সিকো ম্যাচ ড্র করলে আর্জেন্টিনা জিতলে বা ড্র করলে পোল্যান্ড আর আর্জেন্টিনা যাবে শেষ ষোলোয়। আর্জেন্টিনা হারলে সৌদি ড্র করলেই চলে যাবে পরবর্তী রাউন্ডে। মেক্সিকো যদি ম্যাচ জেতে আর মেসিরা হারে পোল্যান্ডের কাছে তখনই একমাত্র মেক্সিকো যেতে পারে।
মেক্সিকোর বিরুদ্ধে জয়ের পর সেলিব্রেশনের সময় বিতর্কে জড়িয়েছেন মেসি। মেক্সিকোর জার্সিতে পা অসাবধানতাবশত পা লাগার অভিযোগ আর্জেন্টিনার অধিনায়কের বিরুদ্ধে। তার জেরে হুমকির মুখে পড়েছেন মেসি।
মেসিকে দেখে নেওয়ার হুমকি দেন মেক্সিকান বক্সার কানেলো আলভারেজ। ওই বক্সার বলেছিলেন, ‘মেসি ইশ্বরের কাছে প্রার্থনা করুক যেন সে আমার সামনে না পড়ে।’
মেসির হুমকি দেওয়ার পর বেশি সময় লাগেনি। আর্জেন্টাইন তারকার সমর্থনে মাঠে নেমেছেন কিংবদন্তী বক্সার মাইক টাইসন। মেসির জন্য ফের রিংয়ে ফেরার কথাও বলেছেন টাইসন।
মাইক টাইসন বলেন, ‘কানেলো নামের একজন মেসিকে হুমকি দিয়েছে। যদি মেসিকে সে স্পর্শ করার সাহস দেখায় দীর্ঘদিন পর আমাকে রিংয়ে ফিরতেই হবে।’ মাইক টাইসনের কথায় কানেলো আলভারেজের জন্য স্পষ্ট হুমকি ছিল।
২০০৫ সালে ব্রাজিলের দর্শকদের সঙ্গে ঝামেলায় জড়িয়ে এবং সাংবাদিকের ক্যামেরা ভেঙে কোর্টের দ্বারস্থ হতে হয়েছিল টাইসনকে। আর্জেন্টিনার ফুটবল জার্সি পরে কোর্টে গিয়ে সবাইকে চমকে দিয়েছিলেন তিনি। এবার মেসির সমর্থনে দাঁড়িয়ে আর্জেন্টিনা সমর্থকদের নয়ণের মণি হয়ে উঠেছেন টাইসন।
Posted ৩:৫৭ অপরাহ্ণ | বুধবার, ৩০ নভেম্বর ২০২২
coxbangla.com | Chanchal Chy