প্রেস বিজ্ঞপ্তি(৮ নভেম্বর) :: একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে স্বাগত জানিয়ে ৯ নভেম্বর শুক্রবার বিকেল তিনটায় শহীদ দৌলত ময়দান থেকে গণ মিছিল কর্মসূচী পালন করবে কক্সবাজার পৌর আওয়ামীলীগ।
সকল অপশক্তি ও ষড়যন্ত্র মোকাবেলা করে মাননীয় প্রধানমন্ত্র জননেত্রী শেখ হাসিনার সু-দৃঢ় নেতৃত্বে স্বাধীন নির্বাচন কমিশনের মাধ্যমে একটি শান্তিপুর্ণ পরিবেশে একাদশ জাতীয় সংসদ নির্বাচন প্রত্যাশা করে দেশবাসী।
গত মঙ্গলবার বিকেলে কক্সবাজার জেলা আওয়ামীলীগ কার্যালয়ে কক্সবাজার পৌর আওয়ামীলীগের সভাপতি ও কক্সবাজার সদর-রামু আসনের মনোনয়ন প্রত্যাশী মো. নজিবুল ইসলামের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক উজ্জল করের সঞ্চলনায় অনুষ্ঠিত প্রস্তুতি সভায় নেতৃবৃন্দ এ কথা বলেন।
সভায় আরও বক্তব্য রাখেন, সহ-সভাপতি হাজী এনামুল হক, আসিফ উল মৌওলা, সাইফুল ইসলাম চৌধুরী, ডা: পরিমল কান্তি দাশ, যুগ্ন সম্পাদক রফিক মাহমুদ, মিজানুর রহমান, নাসির উদ্দীন, জানে আলম পুতু, দুলাল দাশ, ওয়াহিদ মুরাদ সুমন, হাবিব উল্লাহ, আহাম্মদ উল্লাহ, আজিম, বজল আহাম্মদ, আবছার উদ্দীন, তাজ উদ্দীন তাজু, জাফর আলম, মো: সেলিম, খোরশেদ আলম রুবেল, জহিরুল কাদের, মেজবা উদ্দীন, নুর মোহাম্মদ, নুরুল আলম পেঠান, মো: সুমন, আমির উদ্দীন, মির কাসেম, রবিউল ইসলাম শাহেদ, ফয়সল হুদা, রফিকুল হক প্রমূখ।
উল্লেখ্য যে,বৃহস্পতিবার এ কর্মসূচী পালন করার কথা থাকলেও জেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি এডভোকেট এ কে আহমদ হোসেনের মৃত্যুতে তা পিছিয়ে আজ শুক্রবার পালনের সিদ্ধান্ত নেয়া হয়েছে।
Posted ১০:০৬ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০৮ নভেম্বর ২০১৮
coxbangla.com | Chanchal Chy