কক্সবাংলা ডটকম(৩১ অক্টোবর) :: এক সপ্তাহের মধ্যেই জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা হবে বলে জানিয়েছেন (ইসি) সচিব হেলালুদ্দীন আহমদ।
অাগারগাঁওয়ে নির্বাচন ভবনের সম্মেলন কক্ষে ইসি সচিবের সভাপতিত্বে আয়োজিত বৈঠক শেষে বুধবার সাংবাদিকদের এসব কথা জানান তিনি।
সভায় ২৩টি মন্ত্রণালয়ের প্রতিনিধিসহ ইসির উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বৈঠকে তফসিলের আগে ও পরে নির্বাচনী পরিবেশ সুষ্ঠু রাখতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগকে নির্দেশ দিয়েছে ইসি।
এছাড়াও ১০ ডিসেম্বরের মধ্যে সব ধরনের পরীক্ষা শেষ করতে শিক্ষা মন্ত্রণালয়কে নির্দেশ দেয়া হয়েছে।
সভার আলোচ্যসূচির মধ্যে ছিল: ভোটকেন্দ্রের স্থাপনা মেরামত ও ভৌত অবকাঠামো সংস্কার, পার্বত্য দুর্গম এলাকায় হেলিকপ্টারে নির্বাচনী মালামাল পরিবহন ও ভোটগ্রহণ কর্মকর্তাদের আনা নেয়ার পদক্ষেপ, নির্বাচনী প্রচার, পর্যবেক্ষক নিয়োগ, পোস্টাল ব্যালটে ভোটদানে সহায়তা, নির্বাচনে আইন শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিতে পরিকল্পনা, ঋণখেলাপি সংক্রান্ত তথ্য সংগ্রহ, নির্বাচনী আচরণবিধি প্রতিপালনে নির্বাহী হাকিম নিয়োগ, বার্ষিক ও পাবলিক পরীক্ষার সময়সূচি পর্যালোচনা, আবহাওয়ার পূর্বাভাস এবং আগাম প্রচারণা সামগ্রী অপসারণ ও বিবিধ।
চলতি বছরের ৩০ অক্টোবর থেকে ২০১৯ সালের ২৮ জানুয়ারির মধ্যে নির্বাচন অনুষ্ঠানের সাংবিধানিক বাধ্যবাধকতা রয়েছে।
Posted ২:৪১ অপরাহ্ণ | বুধবার, ৩১ অক্টোবর ২০১৮
coxbangla.com | Chanchal Chy