কক্সবাংলা ডটকম(৯ অক্টোবর) :: জামায়াতে ইসলামীর আমির মকবুল আহমাদসহ আটক হওয়া শীর্ষ পর্যায়ের নয় নেতাকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি-ডিএমপি) কার্যালয়ে নেওয়া হয়েছে।
নাশকতার পরিকল্পনায় গোপন বৈঠকে মিলিত হওয়ার অভিযোগে তাদের আটক করা হয়েছে। বিস্তারিত জিজ্ঞাসাবাদের জন্য জামায়াত নেতাদের ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে বলে নিশ্চিত করেছেন ডিবির উপ-কমিশনার (ডিসি) শেখ নাজমুল আলম।
তিনি জানান, সোমবার রাত পৌনে ৯টার দিকে রাজধানীর উত্তরা পশ্চিম থানাধীন এলাকার একটি বাসা থেকে জামায়াত নেতাদের আটক করা হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য রাত সাড়ে ১০টার দিকে তাদেরকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়।
আটকদের মধ্যে জামায়াতের আমির ছাড়া নায়েবে আমির সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার, সেক্রেটারি জেনারেল ডা. শফিকুর রহমান, ঢাকা মহানগরের সাবেক আমির এবং বর্তমানে কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান, সেক্রেটারি জেনারেল ডা. শফিকুর রহমানের ব্যক্তিগত সহকারী নজরুল ইসলাম, চট্টগ্রাম মহানগর আমির সাবেক এমপি মো. শাহজাহান, চট্টগ্রাম মহানগর সেক্রেটারি নজরুল ইসলাম, চট্টগ্রাম দক্ষিণ জেলা আমির জাফর সাদিক রয়েছেন। আটক অপরজনের নাম জানা সম্ভব হয়নি।
এরআগে গত ২৯ সেপ্টেম্বর রাজধানীর কদমতলী থানা এলাকার ধোলাইপাড়ের একটি বাসা থেকে জামায়াতের ঢাকা মহানগরী দক্ষিণ শাখার আমির নূরুল ইসলাম বুলবুলসহ নয় নেতাকে আটক করা হয়। পরে তাদেরকে দুই মামলায় ছয় দিনের রিমান্ডে নেওয়া হয়।
জামায়াত নেতাদের আটকের প্রতিবাদে রাজধানীতে শিবিরের বিক্ষোভ
জামায়াতে ইসলামীর আমির মকবুল আহমাদসহ নয় নেতাকে আটকের প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে ইসলামী ছাত্রশিবির।
সোমবার রাত ১০টা ৫০ মিনিটের দিকে রাজধানীর মোহাম্মাদপুরে এ বিক্ষোভ মিছিল করে ছাত্রশিবির নেতাকর্মীরা।
প্রত্যক্ষদর্শীরা জানান, ছাত্রশিবিরের দুই শতাধিক নেতাকর্মী ঝটিকা মিছিল নিয়ে মোহাম্মদপুরের নুরজাহান রোড হয়ে তাজমহল রোডের দিকে চলে যায়। এসময় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
এর আগে রাত পৌনে ৯টায় রাজধানীর উত্তরা পশ্চিম থানাধীন একটি বাসা থেকে জামায়াতে ইসলামীর আমির মকবুল আহমাদসহ দলটির নয় নেতাকে আটক করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ-ডিবি।
Posted ১২:৩৭ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ১০ অক্টোবর ২০১৭
coxbangla.com | Chanchal Chy