কক্সবাংলা রিপোর্ট :: আসন্ন ঈদুল আজহা উপলক্ষে জামালপুর জেলায় নিম্ন আয়ের মানুষের মধ্যে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)-এর পণ্য বিক্রির কার্যক্রমের উদ্বোধন করেছেন সদ্য বিদায় নেয়া কক্সবাজার জেলা প্রশাসনের ডিডিএলজি এবয় জেলা পরিষদের প্রধান নির্বাহী বর্তমানে জামালপুরের জেলা প্রশাসক শ্রাবস্তী রায়।
বৃহস্পতিবার (২৩ জুন) সকালে জামালপুর পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের পাথালিয়ায় টিসিবির পণ্য বিক্রির কার্যক্রমের উদ্বোধন করেন তিনি।
উদ্বোধন অনুষ্ঠানে জেলা প্রশাসক শ্রাবস্তী রায় বলেন, পবিত্র ঈদুল আজহা উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভর্তুকি মূল্যে টিসিবির ডিলারদের মাধ্যমে নিত্য পণ্য বিক্রির ব্যবস্থা করে নিম্ন আয়ের মানুষের পাশে দাঁড়িয়েছেন। এসময় তিনি জেলায় টিসিবির পণ্য বিক্রয়ে নিয়োজিত ডিলারসহ সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন। আসন্ন ঈদুল আজহা উপলক্ষে জামালপুর জেলায় দুই লাখ ৩৩ হাজার ৭২৪ জন নিম্ন আয়ের মানুষ এই সুবিধা পাচ্ছে।
প্রসঙ্গত,গত ১৯ মে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি আদেশে জামালপুর জেলা প্রশাসক (ডিসি) পদে নিয়োগ পান শ্রাবস্তী রায়। এর আগে কক্সবাজার জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক (ডিডিএলজি) হিসেবে দায়িত্ব পালন করেন। চলতি বছরের গত ৬ এপ্রিল কক্সবাজার জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে কার্যভার গ্রহণ করেন। এর আগে তিনি কক্সবাজার জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তার অতিরিক্ত দায়িত্বে ছিলেন।এর আগে শ্রাবস্তী রায় চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের কার্যালয়ে স্থানীয় সরকার বিভাগের পরিচালক ছিলেন।
শ্রাবস্তী রায় বিসিএস (প্রশাসন) ২৪ তম ব্যাচের একজন কৃতি সদস্য। তাঁর স্বামী জাতিসংঘের অভিবাসন বিষয়ক সংস্থা IOM এর স্বনামধন্য একজন চিকিৎসক। শ্রাবস্তী রায়ের নিজের বাড়ি রাঙ্গামাটি জেলায়।
ছবি :: জামালপুর শহরের পাথালিয়ায় টিসিবির পণ্য বিক্রি উদ্বোধন করেন জেলা প্রশাসক শ্রাবস্তী রায়।
Posted ১২:৫৩ পূর্বাহ্ণ | শুক্রবার, ২৪ জুন ২০২২
coxbangla.com | Chanchal Chy