কক্সবাংলা ডটকম(৮ জুন) :: নিছক নিয়ম রক্ষার ম্যাচ৷ তবে আফগানিস্তান ও বাংলাদেশ, দু’দলের কাছে ম্যাচটার গুরুত্ব ছিল দু’রকম৷ বাংলাদেশকে হোয়াইটওয়াশ করার হাতছানি ছিল রশিদ খানদের সামনে৷
অন্যদিকে সিরিজ হারার পর ঘরে-বাইরে প্রবল সমালোচনার মুখে কোণঠাসা শাকিবরা চাইছিল হৃত সম্মান কিছুটা হলেও পুনরুদ্ধার করতে৷ দিনের শেষ পরম তৃপ্তি নিয়ে মাঠ ছাড়ে আফগানরাই৷
তিন ম্যাচের টি-২০ সিরিজে টাইগারদের চুনকাম করে দেশে ফেরার টিকিট ধরিয়ে দেয় কাবুলিওয়ালারা৷
অবশেষে হোয়াইটওয়াশের লজ্জা নিয়ে তিন ম্যাচ টি২০ সিরিজ শেষ করতে হলো বাংলাদেশকে। বৃহ্স্পতিবার সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে আফগানিস্তানের কাছে মাত্র ১ রানে হেরেছে সাকিবের দল। আফগানিস্তানের ১৪৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে বাংলাদেশের ইনিংস থামে ১৪৪ রানে।
ওপেনার তামিম আগের ম্যাচে ব্যক্তিগত সর্বোচ্চ রান করলেও বৃহ্স্পতিবার মাত্র ৫ রান করে মুজিবুরের ঘূর্ণিতে আউট হন। তিনে ব্যাট করতে নামা সৌম্য সরকার (১৫) ভালো শুরুর ইঙ্গিত দিলেও লিটন দাসের সঙ্গে ভুল বোঝাবুঝিতে রানআউট হয়ে সাজঘরে ফেরেন। পরে লিটনও (১২) মুশফিকের সঙ্গে একইভাবে রানআউট হয়ে সাজঘরে ফেরেন।
অধিনায়ক সাকিবও এদিন বল হাতে ভালো করলেও ব্যাট হাতে ভালো ইনিংস খেলতে পারেননি। পঞ্চম উইকেট জুটিতে মুশফিক-মাহমুদউল্লাহ ৮৪ রানের জুটি গড়েও সিরিজে দলকে হোয়াইটওয়াশের লজ্জা থেকে রক্ষা করতে পারেননি।
আগে টসে জিতে ব্যাট করতে নেমে আফগানিস্তান নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১৪৫ রান করে।
Posted ২:৪৮ পূর্বাহ্ণ | শুক্রবার, ০৮ জুন ২০১৮
coxbangla.com | Chanchal Chy