হুমায়ুন রশীদ,টেকনাফ(২৮ জুলাই) :: কক্সবাজারের মাদক অধ্যুষিত শহর টেকনাফের শীর্ষ ইয়াবা গডফাদার, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত একাধিক মামলার পলাতক আসামী হ্নীলা ইউনিয়নের আলীখালী গ্রামের মৃত হায়দর আলীর পুত্র ৭নং ওয়ার্ড মেম্বার জামাল হোছন মেম্বারকে আটক করেছে টেকনাফ থানা পুলিশ।
২৮ জুলাই সন্ধ্যা ৭ টা ১৫ মিনিটের দিকে টেকনাফ থানা পুলিশের অফিসার ইনচার্জ মুহাম্মদ মাঈন উদ্দিন খানের নির্দেশে এস.আই. বোরহান উদ্দিন সঙ্গীয় ফোর্সসহ এসে হ্নীলা বাস ষ্টেশন থেকে তাকে আটক করে থানায় নিয়ে যায়।
পুলিশ জানায়- আটককৃত জামাল হোছন মেম্বারের বিরুদ্ধে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে তালিকাভুক্ত সহ একাধিক মামলা রয়েছে। তার চার পুত্র ও এক মেয়েসহ তার ভাইদের বিরুদ্ধেও ডজন খানেক ইয়াবা মামলা রয়েছে বলে জানা গেছে।
ঘটনার দিন সন্ধ্যা সাড়ে ৫ টার দিকে টেকনাফ থানা পুলিশের এস.আই. বোরহান উদ্দিন একটি মামলা তদন্ত কাজে তার বাড়ীতে যায়। বিষয়টি ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য হ্নীলা বাস ষ্টেশনে থাকা জামাল হোছন মেম্বার তার বাড়ীতে পুলিশ ভাংচুর চালিয়েছে বলে মিথ্যা অভিযোগ এনে হ্নীলা ষ্টেশন থেকে কিছু সংবাদকর্মীকে তার বাড়ীতে পাঠাই।
উক্ত সংবাদকর্মীরা গাড়ী যোগে তার বাড়ীর গেইট সংলগ্ন রাস্তায় গাড়ী থেকে নামলে সংবাদকর্মী দেখে তার পুত্র শাহ আজম কিছু দুর পালিয়ে পুলিশ ভেবে এক রাউন্ড ফাঁকা গুলি বর্ষণ করে সংবাদকর্মীরা জানায়। পরে সংবাদকর্মীরা আমরা পুলিশ নয় সংবাদকর্মী বলে জানালে শাহ আজম এসে সাংবাদিকদের সাথে কথা বলে এবং আরো বলে যে, পুলিশ হলে আমি গুলি করতাম।
উল্লেখ্য যে, এভাবে গত ১৪ জুলাইও রাস্তায় জোরে মোটর সাইকেল চালানোকে কেন্দ্র করে রাত আনুমানিক ৮টার দিকে রঙ্গিখালী লামার পাড়া এলাকায় প্রকাশ্য দিবালোকে তার পুত্র শাহ আজম, শাহ নেওয়াজ ও শাহজালাল গং রা ১২/১৩ রাউন্ড ফাঁকা গুলি বর্ষণ করে এলাকায় ভীতিকর পরিস্থিতি সৃষ্টি করেছিল বলে রঙ্গিখালী লামার পাড়া এলাকার শত শত প্রত্যক্ষদর্শী লোকজন জানিয়েছেন।
এছাড়াও গত ২৬ জুলাই রঙ্গিখালী এলাকার মকবুল আহমদের পুত্র অটো রিক্সাচালক আবদুল গফুরকে ধরে নিয়ে গিয়ে জিম্মি করে বেদড়ক মারধর করেছিল তার পুত্ররা। এভাবে একের পর এক এলাকায় অস্ত্রবাজি করে ভীতিকর পরিস্থিতি সৃষ্টি করলেও তাদের বিরুদ্ধে কেউ কথা বলার সাহস করে না।
টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাঈন উদ্দিন খান বলেছেন, তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে উক্ত মামলা তাকে আটক করা হয়েছে।
Posted ৯:৩৬ অপরাহ্ণ | শুক্রবার, ২৮ জুলাই ২০১৭
coxbangla.com | Chanchal Chy